সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি পরিত্যক্ত অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) কাজিপুর শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অডিটোরিয়ামটির ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত ৭০ বছর বয়সী জুড়ান খন্দকার উপজেলার গান্দাইল উত্তরপাড়ার আবুবক্কারের ছেলে।
স্থানীয়রা বলছে, রোববার দুপুরে ওই অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিকালে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে ওয়াশরুমের একটি কমোডের ওপর বসে থাকা অবস্থায় জুড়ান আলীকে দেখতে পান। পরে থানায় খবর দেন তারা।
গত বছরের ৫ অগাস্ট অডিটোরিয়ামটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে সেটি পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় ছিল। কোনো মানুষজন সেখানে যাতায়াত করতো না।
কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাতেই অর্ধগলিত মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। কবে কখন জুড়ান আলী পরিত্যক্ষ অডিটোরিয়ামে প্রবেশ করেছিলেন তা জানা যায়নি। তার শরীরে পচন ধরেছে।
তিনি বলেন, প্রায় এক মাস আগে বড়ইতলী মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন জুড়ান। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। এতোদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। নিহত জুড়ান আলী মানসিকভাবে ভারসাম্যহীন ও প্রতিবন্ধি ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 






















