Dhaka বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে কলেজশিক্ষকের গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম (৫২) নামের এক কলেজশিক্ষককে ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার জামতৈল কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার চর কামারখন্দ গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ও চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জামতৈল কলেজপাড়া শ্বশুরবাড়িতে থাকতেন ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই শিক্ষক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ সকালে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়রা কলেজপাড়া এলাকায় গলাকাটা অবস্থায় তাঁকে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জন আমিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় শিক্ষককে হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর সুপারিশ করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের ভেতরের ভূতরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে : রিজভী

সিরাজগঞ্জে কলেজশিক্ষকের গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৩:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম (৫২) নামের এক কলেজশিক্ষককে ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার জামতৈল কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার চর কামারখন্দ গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ও চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জামতৈল কলেজপাড়া শ্বশুরবাড়িতে থাকতেন ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই শিক্ষক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ সকালে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়রা কলেজপাড়া এলাকায় গলাকাটা অবস্থায় তাঁকে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জন আমিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় শিক্ষককে হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর সুপারিশ করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।