Dhaka শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না।

ফেসবুকে দেওয়া এক পোস্টে হাইকমিশন এ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি সিঙ্গাপুরপ্রবাসীদের সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানানো হয়েছিল।

হাইকমিশন জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদিকে বাংলাদেশে পৌঁছে দেবে। ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের The Angullia Mosque-এ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া বাংলাদেশে তাঁর জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি। তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

প্রকাশের সময় : ১২:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না।

ফেসবুকে দেওয়া এক পোস্টে হাইকমিশন এ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি সিঙ্গাপুরপ্রবাসীদের সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানানো হয়েছিল।

হাইকমিশন জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদিকে বাংলাদেশে পৌঁছে দেবে। ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের The Angullia Mosque-এ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া বাংলাদেশে তাঁর জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি। তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।