Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিঁথিতে সিঁদুর, পরীমণির লুক প্রকাশ্যে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ২২০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

লম্বা বিরতির পর আবারো কাজে নিয়মিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমণি। প্রায় এক দশক ধরে ঢালিউড মাতিয়ে পা রেখেছেন টলিউডে। ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে নতুন বছরে নতুন লুকে দর্শকদের চমকে দেবেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসা সিনেমাটির পোস্টারে পরীমণির লুক দেখে এমনটাই ভাবনা নেটিজেনদের।

২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফেলুবক্সী’। এবার নিজের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করলেন এই অভিনেত্রী। সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে। পোস্টারে দেখা যায়, পরীমণির পরনে কুর্তা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালা। এক অনবদ্য লুকে ধরা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমণি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।

পরীমণিকে এমন লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ভক্তদের মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে নায়িকার কমেন্ট বক্সে। একজন লিখেছেন, “শুভকামনা রইল। অপেক্ষায় আছি!” আরেকজন লেখেন, “ওয়াও।” অন্য একজন লেখেন, “অনেক সুন্দর লাগছে পরী।”

সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

ঢালিউডে একটা সময় বেশ ব্যস্ত সময় পার করেছেন পরী। সন্তান জন্মের পর কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তবে সময় ও সুযোগ বুঝে ঠিকই ‘ফেলুবক্সী’তে কাজ করেছেন পরী। ঠিক কী কারণে সিনেমাটি করতে রাজি হয়েছিলেন, এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন এভাবে, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটি দর্শক বলবেন।’

সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সঙ্গে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

সিঁথিতে সিঁদুর, পরীমণির লুক প্রকাশ্যে

প্রকাশের সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

লম্বা বিরতির পর আবারো কাজে নিয়মিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমণি। প্রায় এক দশক ধরে ঢালিউড মাতিয়ে পা রেখেছেন টলিউডে। ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে নতুন বছরে নতুন লুকে দর্শকদের চমকে দেবেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসা সিনেমাটির পোস্টারে পরীমণির লুক দেখে এমনটাই ভাবনা নেটিজেনদের।

২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফেলুবক্সী’। এবার নিজের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করলেন এই অভিনেত্রী। সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে। পোস্টারে দেখা যায়, পরীমণির পরনে কুর্তা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালা। এক অনবদ্য লুকে ধরা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমণি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।

পরীমণিকে এমন লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ভক্তদের মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে নায়িকার কমেন্ট বক্সে। একজন লিখেছেন, “শুভকামনা রইল। অপেক্ষায় আছি!” আরেকজন লেখেন, “ওয়াও।” অন্য একজন লেখেন, “অনেক সুন্দর লাগছে পরী।”

সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

ঢালিউডে একটা সময় বেশ ব্যস্ত সময় পার করেছেন পরী। সন্তান জন্মের পর কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তবে সময় ও সুযোগ বুঝে ঠিকই ‘ফেলুবক্সী’তে কাজ করেছেন পরী। ঠিক কী কারণে সিনেমাটি করতে রাজি হয়েছিলেন, এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন এভাবে, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটি দর্শক বলবেন।’

সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সঙ্গে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।