টালিউডের নায়িকা পায়েল সরকারের কালো রঙের সাহসী পোশাকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্বল্প পোশাকে একটি সুইমিংপুলের পাশে বসে আছেন পায়েল সরকার। তার পরনে কালো রঙের সাহসী পোশাক। কখনো মেকআপ আর্টিস্ট, আবার কখনো ড্রেসার এসে তার পোশাক ঠিক করে দিচ্ছেন।
পায়েল সরকার টালিউডের জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিও ক্লিপে কালো রঙের সাহসী পোশাকে ধার দিয়েছেন তিনি। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন : স্ত্রী-পুত্রসহ করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম
কয়েক দিন আগে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, আপনি আমার একটি অংশ দেখতে পাচ্ছেন। আপনি যা জানেন, তারচেয়েও বেশি কিছু আছে।
জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি একটি ফটোশুটের বিহাইন্ড দ্যা সিন। কলকাতার বিধাননগরে অবস্থিত হায়াত রেজেন্সিতে এই ফটোশুট হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব পায়েল সরকার। নিয়মিত আবেদনময়ী স্থিরচিত্র পোস্ট করতে দেখা যায় তাকে। এর আগে সাদা রঙের শার্টের সঙ্গে বিকিনি টপস পরে একটি ছবি শেয়ার করেন পায়েল। তবে বাথটাবে ফেনার মধ্যে তোলা পায়েলের আরেকটি ছবি ভাইরাল হয়েছিল।