Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সালমানের পাশ কাটিয়ে চলে গেলেন রোনালদো

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ১৮৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এক জন দাপিয়ে বেড়ান ফুটবলের মাঠে। অন্য জনের অবাধ বিচরণ সিনেমার পর্দায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক ফ্রেমে এলেন খেলা এবং বিনোদন জগতের দুই তারকা। বলিউড তারকা সালামন খানকে নাকি দেখেও চিনতে পারেননি ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সালমানের পাশ কাটিয়ে চলে গেলেন রোনালদো। নেটপাড়ায় এমন আলোচনা উঠেছে দুজনকে একই ফ্রেমে দেখা যাওয়ার পর।

জানা গেছে, সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যচেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোনাল্ডো এবং সলমন। শুধু তাঁরাই নন, ওই হাইভোল্টেজ বক্সিং ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের অনুরাগীরাও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে যায় রোনালদো। সেই সময়ই রীতিমতো সালমানের পাশ কাটিয়ে এগিয়ে যান তিনি। বান্ধবী জর্জিনার হাত ধরে বক্সিং রিংয়ের দিকে হেঁটে যান রোনালদো। সেই সময় সালমানকে পাশ কাটিয়ে চলে যান রোনালদো।সালমানের সঙ্গে কুশল বিনিময় করার আর সময় হয়নি তাঁর। ভাইজানের চোখমুখের অভিব্যক্তি থেকে স্পষ্ট বোঝা যায়, ঘটনায় কিছুটা অসন্তুষ্টই হয়েছেন তিনি। যদিও সেখানে মেজাজ হারাননি সালমান। বরং রোনালদোর দিকে এক ঝলক তাকিয়ে নিজের মতো এগিয়ে যান বলিউড তারকা।

এ নিয়ে প্রকাশ্যে সালমান মুখ খুলতে দেখা যায়নি। তবে ভিডিওতে বোঝা যাচ্ছে, রোনালদোর এই ব্যবহারে ‘অসন্তুষ্ট’ হয়েছেন ভাইজান। এ ঘটনার পরই নেটিজেনদের মধ্যে থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেন, রোনালদো একদমই ঠিক করেননি। আবার কেউ বলছেন, এত ভিড়ের মধ্যে সালমান খানকে দেখতেই পাননি হয়ত রোনালদো।

সালমান খান এখন ব্যস্ত তার নতুন ছবির প্রচার নিয়ে। দীপাবলিতে মুক্তি পাবে ভাইজানের ‘টাইগার ৩’। টাইগার, টাইগার জিন্দা হ্যায়-র মতোই এ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। তবে এ ছবির অন্যতম আকর্ষণ অবশ্যই ইমরান হাশমি। টাইগার ৩তে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ট্রেলারে তার ঝলক দেখে রীতিমতো খুশি সিনেমাপ্রেমীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

সালমানের পাশ কাটিয়ে চলে গেলেন রোনালদো

প্রকাশের সময় : ০১:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

এক জন দাপিয়ে বেড়ান ফুটবলের মাঠে। অন্য জনের অবাধ বিচরণ সিনেমার পর্দায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক ফ্রেমে এলেন খেলা এবং বিনোদন জগতের দুই তারকা। বলিউড তারকা সালামন খানকে নাকি দেখেও চিনতে পারেননি ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সালমানের পাশ কাটিয়ে চলে গেলেন রোনালদো। নেটপাড়ায় এমন আলোচনা উঠেছে দুজনকে একই ফ্রেমে দেখা যাওয়ার পর।

জানা গেছে, সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যচেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোনাল্ডো এবং সলমন। শুধু তাঁরাই নন, ওই হাইভোল্টেজ বক্সিং ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের অনুরাগীরাও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে যায় রোনালদো। সেই সময়ই রীতিমতো সালমানের পাশ কাটিয়ে এগিয়ে যান তিনি। বান্ধবী জর্জিনার হাত ধরে বক্সিং রিংয়ের দিকে হেঁটে যান রোনালদো। সেই সময় সালমানকে পাশ কাটিয়ে চলে যান রোনালদো।সালমানের সঙ্গে কুশল বিনিময় করার আর সময় হয়নি তাঁর। ভাইজানের চোখমুখের অভিব্যক্তি থেকে স্পষ্ট বোঝা যায়, ঘটনায় কিছুটা অসন্তুষ্টই হয়েছেন তিনি। যদিও সেখানে মেজাজ হারাননি সালমান। বরং রোনালদোর দিকে এক ঝলক তাকিয়ে নিজের মতো এগিয়ে যান বলিউড তারকা।

এ নিয়ে প্রকাশ্যে সালমান মুখ খুলতে দেখা যায়নি। তবে ভিডিওতে বোঝা যাচ্ছে, রোনালদোর এই ব্যবহারে ‘অসন্তুষ্ট’ হয়েছেন ভাইজান। এ ঘটনার পরই নেটিজেনদের মধ্যে থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেন, রোনালদো একদমই ঠিক করেননি। আবার কেউ বলছেন, এত ভিড়ের মধ্যে সালমান খানকে দেখতেই পাননি হয়ত রোনালদো।

সালমান খান এখন ব্যস্ত তার নতুন ছবির প্রচার নিয়ে। দীপাবলিতে মুক্তি পাবে ভাইজানের ‘টাইগার ৩’। টাইগার, টাইগার জিন্দা হ্যায়-র মতোই এ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। তবে এ ছবির অন্যতম আকর্ষণ অবশ্যই ইমরান হাশমি। টাইগার ৩তে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ট্রেলারে তার ঝলক দেখে রীতিমতো খুশি সিনেমাপ্রেমীরা।