Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সায়দাবাদ টার্মিনাল কাঁচপুরে যাবে ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী ফেব্রুয়ারি নাগাদ নারায়ণগঞ্জের কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। তখন থেকে সায়দাবাদ টার্মিনালের সব কার্যক্রম কাঁচপুর থেকে পরিচালনা করা হবে। যেসব পরিবহন এখন সায়েদাবাদ টার্মিনাল ব্যবহার করছে, ফেব্রুয়ারি থেকে কাঁচপুর আন্তঃজেলা টার্মিনাল ব্যবহার করবে। এরপর সেখান থেকেই চলাচল করবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার বাস। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল।

বুধবার (৯ আগস্ট) কাঁচপুরে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন করে এ কথা জানান মেয়র তাপস।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মাটি ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ, বাস ঢোকা–বের হওয়া ও শ্রমিকদের থাকার জন্য ছাউনির ব্যবস্থা করা হবে। এসব কাজে ব্যয় হবে ২৮ কোটি টাকা।

ডিএসসিসি সূত্র বলছে, আগামী ছয় মাসের মধ্যেই সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের কার্যক্রম প্রাথমিকভাবে কাঁচপুরে শুরু হবে।

নির্মাণকাজের উদ্বোধন করে মেয়র তাপস সাংবাদিকদের বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভার সিদ্ধান্তের আলোকে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেছি। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। কারণ, ১৯৮৪ সালের পরে আর কোনো আন্তজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি।

মেয়র আরও বলেন, এই টার্মিনাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নেই নির্মাণ করছে। এটা পরিচালনার পূর্ণ দায়িত্বও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পালন করবে। নির্মাণ সম্পন্ন হওয়ার পর বাসগুলো এখান থেকেই সেবা দেওয়া শুরু করবে। আমাদের বাস রুট রেশনালাইজেশন কমিটির যে পরিকল্পনা, তার আওতায় গণপরিবহন ব্যবস্থাপনাকে আমরা একটি সুষ্ঠু ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসব। ধাপে ধাপে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল প্রাথমিক কার্যক্রম শুরু করার আশাবাদ জানিয়ে মেয়র বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা এখানে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বাস ঢোকা ও বের হওয়া এবং শ্রমিকদের থাকার ছাউনির ব্যবস্থা করা হবে। প্রাথমিক পর্যায়ের এ কার্যক্রম বাস্তবায়নে ২৮ কোটি টাকা ব্যয় হবে। আমরা আশাবাদী, আগামী ছয় মাসের মধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ এখানে শেষ হয়ে যাবে।

কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালসহ অন্যান্য টার্মিনালগুলোর নির্মাণ সম্পন্ন হলে সায়েদাবাদ বাস টার্মিনালটি শুধু শহরের অভ্যন্তরে চলাচল করা নগর পরিবহনের বাসগুলোর টার্মিনাল হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান ও পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, স্থানীয় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ আরও অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

সায়দাবাদ টার্মিনাল কাঁচপুরে যাবে ফেব্রুয়ারিতে

প্রকাশের সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী ফেব্রুয়ারি নাগাদ নারায়ণগঞ্জের কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। তখন থেকে সায়দাবাদ টার্মিনালের সব কার্যক্রম কাঁচপুর থেকে পরিচালনা করা হবে। যেসব পরিবহন এখন সায়েদাবাদ টার্মিনাল ব্যবহার করছে, ফেব্রুয়ারি থেকে কাঁচপুর আন্তঃজেলা টার্মিনাল ব্যবহার করবে। এরপর সেখান থেকেই চলাচল করবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার বাস। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল।

বুধবার (৯ আগস্ট) কাঁচপুরে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন করে এ কথা জানান মেয়র তাপস।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মাটি ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ, বাস ঢোকা–বের হওয়া ও শ্রমিকদের থাকার জন্য ছাউনির ব্যবস্থা করা হবে। এসব কাজে ব্যয় হবে ২৮ কোটি টাকা।

ডিএসসিসি সূত্র বলছে, আগামী ছয় মাসের মধ্যেই সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের কার্যক্রম প্রাথমিকভাবে কাঁচপুরে শুরু হবে।

নির্মাণকাজের উদ্বোধন করে মেয়র তাপস সাংবাদিকদের বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভার সিদ্ধান্তের আলোকে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেছি। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। কারণ, ১৯৮৪ সালের পরে আর কোনো আন্তজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি।

মেয়র আরও বলেন, এই টার্মিনাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নেই নির্মাণ করছে। এটা পরিচালনার পূর্ণ দায়িত্বও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পালন করবে। নির্মাণ সম্পন্ন হওয়ার পর বাসগুলো এখান থেকেই সেবা দেওয়া শুরু করবে। আমাদের বাস রুট রেশনালাইজেশন কমিটির যে পরিকল্পনা, তার আওতায় গণপরিবহন ব্যবস্থাপনাকে আমরা একটি সুষ্ঠু ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসব। ধাপে ধাপে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল প্রাথমিক কার্যক্রম শুরু করার আশাবাদ জানিয়ে মেয়র বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা এখানে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বাস ঢোকা ও বের হওয়া এবং শ্রমিকদের থাকার ছাউনির ব্যবস্থা করা হবে। প্রাথমিক পর্যায়ের এ কার্যক্রম বাস্তবায়নে ২৮ কোটি টাকা ব্যয় হবে। আমরা আশাবাদী, আগামী ছয় মাসের মধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ এখানে শেষ হয়ে যাবে।

কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালসহ অন্যান্য টার্মিনালগুলোর নির্মাণ সম্পন্ন হলে সায়েদাবাদ বাস টার্মিনালটি শুধু শহরের অভ্যন্তরে চলাচল করা নগর পরিবহনের বাসগুলোর টার্মিনাল হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান ও পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, স্থানীয় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ আরও অনেকে।