বিনোদন ডেস্ক :
প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও।
এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিব্রতকর’ অভিজ্ঞতার শিকার হয়েছেন এই শিশুশিল্পী। লুবাবাকে নিয়ে একদল মানুষ বিভিন্ন নেতিবাচক ‘ট্রল’-এ মেতে উঠেছেন। বিষয়টি চোখে পড়েছে তার পরিবারেরও।
ফেসবুকে যারা লুবাবাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর প্রচারে মেতেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জানালেন, ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি।
এ প্রসঙ্গে লুবাবার মা বলেন, ‘এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলে হারুন সাহেবের (অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ) সঙ্গে কথা বলব। কারণ এটা আমার সন্তানের জন্য সমস্যার সৃষ্টি করছে।’
নেটমাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, লুবাবার নামে প্রচুর ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।
এ সময় লুবাবার কথা উল্লেখ করে জাহিদা ইসলাম বলেন, লুবাবাও বলেছে, মাম্মি, আমরা হারুন আংকেলের কাছে যাব। এটা নিয়ে তার সঙ্গে কথা বলব।
কয়েকদিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলে ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় সে ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে।