Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে দূরপাল্লার বাসে আগুন, আটক ২

সাভার উপজেলা প্রতিনিধি : 

অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সাভারের হেমায়েতপুরে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার বাসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল নিয়ে যাচ্ছিল বিএনপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে ১০-১২ জনের একদল লোক মহাসড়ক পার হয়ে বিপরীত পাশে পার্কিং করে রাখা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, বুধবার ভোরে বাসে অগ্নি সংযোগের খবর জানান স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসের চালক আঙ্গুর মিয়া বলেন, বাসটি গাইবান্ধা রুটে চালানো হতো। অবরোধের কারণে গতকাল বাসটি মহাসড়কের পাশে বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা হয়। সকালে দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে দেয়।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়।’ এ ঘটনায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিধ্বস্ত হলো বিমান

সাভারে দূরপাল্লার বাসে আগুন, আটক ২

প্রকাশের সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

সাভার উপজেলা প্রতিনিধি : 

অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সাভারের হেমায়েতপুরে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার বাসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল নিয়ে যাচ্ছিল বিএনপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে ১০-১২ জনের একদল লোক মহাসড়ক পার হয়ে বিপরীত পাশে পার্কিং করে রাখা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, বুধবার ভোরে বাসে অগ্নি সংযোগের খবর জানান স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসের চালক আঙ্গুর মিয়া বলেন, বাসটি গাইবান্ধা রুটে চালানো হতো। অবরোধের কারণে গতকাল বাসটি মহাসড়কের পাশে বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা হয়। সকালে দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে দেয়।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়।’ এ ঘটনায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি।