Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নরসিংদী জেলা প্রতিনিধি : 

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদ হুমায়ূনকে গ্রেপ্তার করে র‌্যাব। আজ তাকে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালত সূত্রে জানা য়ায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসনের সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় মহিষাসুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রমিকদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম হত্যার অভিযোগে মামলা করা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম জানান বয়স এবং শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে এ আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশের সময় : ০৫:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদী জেলা প্রতিনিধি : 

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদ হুমায়ূনকে গ্রেপ্তার করে র‌্যাব। আজ তাকে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালত সূত্রে জানা য়ায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসনের সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় মহিষাসুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রমিকদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম হত্যার অভিযোগে মামলা করা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম জানান বয়স এবং শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে এ আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।