নিজস্ব প্রতিবেদক :
সাবেক অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক রাষ্ট্রদূত মাহমুদ আলী আওয়ামী লীগের মনোনয়নে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে স্নাতক, স্নাতকোত্তর দুটোতেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন মাহমুদ আলী। কূটনৈতিক হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের লেকচারের চাকরি ছেড়ে যোগ দেন পাকিস্তান ফরেন সার্ভিসে। মাহমুদ আলীই ছিলেন যুক্তরাষ্ট্রের মাটিতে পাকিস্তানের পক্ষ ত্যাগ করা প্রথম কোনো কূটনীতিক। চরম অনিশ্চয়তা সত্ত্বেও একাত্তরের ২৭ এপ্রিল জাতিসংঘে পাকিস্তানের কূটনীতিবিদের আলিশান আর নিশ্চিন্তের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারের পক্ষাবলম্বন করেছিলেন। মুক্তিযুদ্ধের মে মাসে মাহমুদ আলীকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে মুজিবনগর সরকার।
মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের লক্ষে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, কানাডা এবং জাতিসংঘসহ বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 























