Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রেমিকা স্বস্তিকাকে নিয়ে মুখ খুললেন সৃজিত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৩৩৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় এখন খুব বেশি বেশি করে দেখা যায় টালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। যদিও অনেক আগে থেকেই, বলা যায়— তিন যুগের সম্পর্ক। সেই থেকে একে অন্যেকে চেনেন এবং জানেন। সৃজিত স্কুলে পরমব্রতের সিনিয়র ছিলেন। তখন থেকেই সম্পর্ক। পরে আবার সিনেমার সূত্রে তাদের বন্ধুত্ব। এ ছাড়া দুজনেরও প্রেমিকা একজন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

তাই সৃজিতের সঙ্গে পরমব্রতের ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে, বন্ধুত্ব রয়েছে— নাকি ঘৃণার? এমন প্রশ্নের উত্তরে সৃজিত খোলাসা করে বললেন, ৩৭ বছরের একটা সম্পর্ককে ভালোবাসা বা ঘৃণা কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। পরমব্রত আর আমি বারবার কাছে এসেছি। আবার আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আবার কাছে এসেছি। এটুকু বলতে পারি— আমাদের একটা অন্য পর্যায়ের বোঝাপড়া রয়েছে।

যদিও ব্যক্তিজীবনে তারা দুজনেই টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রেমে পড়েছিলেন। তাই বলে কি তাদের মাঝে কখনো দূরত্ব তৈরি হয়েছিল? দুজনেই জানালেন—এটি সম্পূর্ণ ভুল ধারণা। সাবেক প্রেমিকা এক হওয়ার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। সময়টা ভিন্ন ছিল।

সৃজিত আরও বলেন, সেই সময়ে আমি চার লাইনের বার্তা পাঠিয়েছি। তার তিন লাইন উত্তর এসেছে। এ রকম সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমেই ভালো-মন্দ যেটাই হোক, সমাধান হয়ে গেছে।

পরিচালক বলেন, অন্য কারও সঙ্গে দেখা হলে যেমন ‘কেমন আছেন’, ‘কী করছেন’— এসব বলি। কিন্তু পরমের সঙ্গে আমার সে রকম কোনো ব্যাপার নেই। আমরা কে কী করছি, অন্যজনের কাছে সেই খবর থাকে। এর বাইরে যতটুকু জানতে চাই, সেটি প্রশ্ন করে জেনে নিই।

এদিকে সিনেমার ডাবিং নিয়ে সৃজিত মুখোপাধ্যায় নতুন খবর দিলেন। অভিনেতা পরমব্রতের থেকে ঠিক কী চাইছেন, সেটি বোঝানোর জন্য নাকি পুরো বাক্য খরচ করতে হয় না। তিনি বলেন, পরিচালক একটা শব্দ বললে, নায়ক বুঝে নেন— ঠিক কী চাইছেন সৃজিত মুখোপাধ্যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে বৃহস্পতিবার

সাবেক প্রেমিকা স্বস্তিকাকে নিয়ে মুখ খুললেন সৃজিত

প্রকাশের সময় : ১০:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক : 

টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় এখন খুব বেশি বেশি করে দেখা যায় টালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। যদিও অনেক আগে থেকেই, বলা যায়— তিন যুগের সম্পর্ক। সেই থেকে একে অন্যেকে চেনেন এবং জানেন। সৃজিত স্কুলে পরমব্রতের সিনিয়র ছিলেন। তখন থেকেই সম্পর্ক। পরে আবার সিনেমার সূত্রে তাদের বন্ধুত্ব। এ ছাড়া দুজনেরও প্রেমিকা একজন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

তাই সৃজিতের সঙ্গে পরমব্রতের ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে, বন্ধুত্ব রয়েছে— নাকি ঘৃণার? এমন প্রশ্নের উত্তরে সৃজিত খোলাসা করে বললেন, ৩৭ বছরের একটা সম্পর্ককে ভালোবাসা বা ঘৃণা কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। পরমব্রত আর আমি বারবার কাছে এসেছি। আবার আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আবার কাছে এসেছি। এটুকু বলতে পারি— আমাদের একটা অন্য পর্যায়ের বোঝাপড়া রয়েছে।

যদিও ব্যক্তিজীবনে তারা দুজনেই টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রেমে পড়েছিলেন। তাই বলে কি তাদের মাঝে কখনো দূরত্ব তৈরি হয়েছিল? দুজনেই জানালেন—এটি সম্পূর্ণ ভুল ধারণা। সাবেক প্রেমিকা এক হওয়ার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। সময়টা ভিন্ন ছিল।

সৃজিত আরও বলেন, সেই সময়ে আমি চার লাইনের বার্তা পাঠিয়েছি। তার তিন লাইন উত্তর এসেছে। এ রকম সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমেই ভালো-মন্দ যেটাই হোক, সমাধান হয়ে গেছে।

পরিচালক বলেন, অন্য কারও সঙ্গে দেখা হলে যেমন ‘কেমন আছেন’, ‘কী করছেন’— এসব বলি। কিন্তু পরমের সঙ্গে আমার সে রকম কোনো ব্যাপার নেই। আমরা কে কী করছি, অন্যজনের কাছে সেই খবর থাকে। এর বাইরে যতটুকু জানতে চাই, সেটি প্রশ্ন করে জেনে নিই।

এদিকে সিনেমার ডাবিং নিয়ে সৃজিত মুখোপাধ্যায় নতুন খবর দিলেন। অভিনেতা পরমব্রতের থেকে ঠিক কী চাইছেন, সেটি বোঝানোর জন্য নাকি পুরো বাক্য খরচ করতে হয় না। তিনি বলেন, পরিচালক একটা শব্দ বললে, নায়ক বুঝে নেন— ঠিক কী চাইছেন সৃজিত মুখোপাধ্যায়।