Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী এনামুর আরেক মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক সাভার থানার তুহিন আহমেদ হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেফতার দেখান।

গত ১ ফেব্রুয়ারি তুহিন আহমেদ হত্যা মামলায় আসামিকে গ্রেফতার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক মো. আশিক ইমাম। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন আদালত। শুনানিকালে আসামিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আশিক ইমাম এ তথ্য জানান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই সাভার মডেল থানার আরএস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার ওপর তুহিন আহমেদ আন্দোলনে অংশ নেন। এ সময় আসামিদের এলোপাতারি গুলি তুহিনের পেটে লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। ওই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১২১ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন

সাবেক প্রতিমন্ত্রী এনামুর আরেক মামলায় গ্রেফতার

প্রকাশের সময় : ০১:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক সাভার থানার তুহিন আহমেদ হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেফতার দেখান।

গত ১ ফেব্রুয়ারি তুহিন আহমেদ হত্যা মামলায় আসামিকে গ্রেফতার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক মো. আশিক ইমাম। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন আদালত। শুনানিকালে আসামিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আশিক ইমাম এ তথ্য জানান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই সাভার মডেল থানার আরএস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার ওপর তুহিন আহমেদ আন্দোলনে অংশ নেন। এ সময় আসামিদের এলোপাতারি গুলি তুহিনের পেটে লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। ওই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।