Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি লাইলা পারভীন সেঁজুতি গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : 

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ভোর ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ স ম আলাউদ্দিনের মেয়ে।

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসাবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান।

সেঁজুতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একইসঙ্গে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, তাকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক এমপি লাইলা পারভীন সেঁজুতি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : 

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ভোর ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ স ম আলাউদ্দিনের মেয়ে।

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসাবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান।

সেঁজুতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একইসঙ্গে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, তাকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।