নিজস্ব প্রতিবেদক :
হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
তিনি বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি গ্রেফতার করে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা ১৬ বছরের মতো দেশ শাসন করা দলটির নেতাদের অধিকাংশই ৫ আগস্টের পর থেকে লাপাত্তা। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও আবার কেউ কেউ দেশেই আত্মগোপনে আছেন। এদের মধ্যে আবার অনেককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ঢাকা-৭ আসনের এমপিকে গ্রেফতারের কথা জানাল পুলিশ।
মহিউদ্দিন ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। মহিউদ্দিন ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন।
২০১৪ সালের সেপ্টেম্বরে তার সমর্থকরা তার উত্তরসূরি হাজী মোহাম্মদ সেলিমের সমর্থকদের ওপর হামলা চালায়।