Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: ইউসুফ ভূঁইয়া ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।

বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার মরহুমের ৫টি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায় মহাখালী নিউ ডিওএইচএস, ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, ৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ী শরিফপুর গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদ কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে।

সোশ্যাল মিডিয়া ফেইসবুক জুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপিও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময় স্মৃতি কথা।

কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, ড. রশিদ আহমেদ হোসাইনী ও সফিকুর রহমান সফিকসহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।

কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম ১৯৪৭ সালে মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। ২০০১ সালে সাবেক কুমিল্লা-১০ আসন ও বর্তমানে কুমিল্লা- ৯ আসন থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসাবে তিনি সংসদে নির্বাচিত হন। ২৪ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তার গাড়িতে হামলা চালায়। ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

প্রকাশের সময় : ১২:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: ইউসুফ ভূঁইয়া ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।

বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার মরহুমের ৫টি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায় মহাখালী নিউ ডিওএইচএস, ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, ৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ী শরিফপুর গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদ কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে।

সোশ্যাল মিডিয়া ফেইসবুক জুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপিও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময় স্মৃতি কথা।

কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, ড. রশিদ আহমেদ হোসাইনী ও সফিকুর রহমান সফিকসহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।

কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম ১৯৪৭ সালে মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। ২০০১ সালে সাবেক কুমিল্লা-১০ আসন ও বর্তমানে কুমিল্লা- ৯ আসন থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসাবে তিনি সংসদে নির্বাচিত হন। ২৪ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তার গাড়িতে হামলা চালায়। ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।