Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ইসি মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

সোমবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবেক ইসি মোবারক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন জানিয়ে তার শ্যালিকা সানজিদা আক্তার বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন দুপুরে চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজ মাঠে সাবেক আমলা মোবারকের প্রথম জানাজা হয়েছে। জন্মস্থান হাটহাজারীতে আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আবদুল মোবারক ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের আমলে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৫৩ জন এমপি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বেশ বিতর্কের জন্ম দেয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক ইসি মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন

প্রকাশের সময় : ০৫:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

সোমবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবেক ইসি মোবারক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন জানিয়ে তার শ্যালিকা সানজিদা আক্তার বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন দুপুরে চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজ মাঠে সাবেক আমলা মোবারকের প্রথম জানাজা হয়েছে। জন্মস্থান হাটহাজারীতে আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আবদুল মোবারক ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের আমলে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৫৩ জন এমপি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বেশ বিতর্কের জন্ম দেয়।