নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার সময় এর যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন।
শুক্রবার (১৬ জুন) বাংলাদেশ সময় মধ্য রাত।
মাঝ আকাশে ঢাকার পথে ছুটে চলছে যাত্রী বোঝাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। রাতের খাবার খেয়ে বিমানের সিটে বসে অলস সময় কাটাচ্ছেন অনেকে, আবার কেউ কেউ তাদের সিটের মনিটরগুলোতে নাটক-সিনেমা দেখছেন।

ফ্লাইটে এমন একটা সময় সবাইকে অবাক করে যাত্রীদের কাছে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একের পর এক তাদের আসনে আসছেন ও বিমানের আরোহী সকলের সাথে কুশল বিনিময় করছেন।
হঠাৎ প্রধানমন্ত্রীকে দেখে, সরাসরি কথা বলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হন অনেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার সাথে ছবি তুলতে চাইলে তিনি অনেক যাত্রীর অনুরোধ মেনে নেন। তিনি বাচ্চাদের সাথেও খুব স্নেহের সাথে কথা বলেন ও তাদের সাথে কিছুক্ষণ মজার গল্প করেন এবং কয়েকটি শিশুকে কোলে তুলে নেন।
শেখ হাসিনা জাতীয় পতাকাবাহী বিমানের বাণিজ্যিক ফ্লাইটে পরিপূর্ণ যাত্রীদের সাথে কথা বলেন।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, যাত্রীদের অনেকে ফ্লাইটে প্রধানমন্ত্রীকে তাদের সিটের পাশে পেয়ে বিস্মৃত হয়েছেন, হয়েছেন অভিভূত।

কুশল বিনিময়ের পাশাপাশি যাত্রীদের কয়েকজন প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে এসব শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এ সময় কয়েকজন যাত্রী গত সাড়ে ১৪ বছরে দেশের অপ্রত্যাশিত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত তুলে ধরেন।
‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগদান উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভা সফর করেন প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেলে জেনেভা যান প্রধানমন্ত্রী। সফর শেষে শুক্রবার (১৬ জুন) বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ঢাকা পৌঁছান তিনি।
নিজস্ব প্রতিবেদক 




















