Dhaka বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদা গোলাপ হাতে নিয়ে রহস্যময় পোস্ট অপু বিশ্বাসের

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এতে ভক্ত-অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তা মোটেও কমেনি; তাই মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন ফটোশুট-মেকওভারে নিজেকে উপস্থাপন করেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব অপু বিশ্বাস। সাদা গোলাপ হাতে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ভালোবাসা নিয়ে একটি ক্যাপশনও দিয়েছেন অপু বিশ্বাস।

ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় নিজেকে মেলে ধরেছেন নায়িকা। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন।

May be an image of 1 person

মেক ওভারের এই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন’।

বলা বাহুল্য, অপু বিশ্বাসের এই নতুন রূপ ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রতিক্রিয়া দিয়েছেন হাজারো ভক্ত; মন্তব্যঘর ভরে উঠেছে প্রশংসায়।

May be an image of 1 person

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে এর আগেই আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন, যা দীর্ঘদিন ধরে ঢালিউডে নিয়মিত নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রচার চালাতে পারবেন না

সাদা গোলাপ হাতে নিয়ে রহস্যময় পোস্ট অপু বিশ্বাসের

প্রকাশের সময় : ০১:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক : 

দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এতে ভক্ত-অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তা মোটেও কমেনি; তাই মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন ফটোশুট-মেকওভারে নিজেকে উপস্থাপন করেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব অপু বিশ্বাস। সাদা গোলাপ হাতে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ভালোবাসা নিয়ে একটি ক্যাপশনও দিয়েছেন অপু বিশ্বাস।

ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় নিজেকে মেলে ধরেছেন নায়িকা। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন।

May be an image of 1 person

মেক ওভারের এই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন’।

বলা বাহুল্য, অপু বিশ্বাসের এই নতুন রূপ ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রতিক্রিয়া দিয়েছেন হাজারো ভক্ত; মন্তব্যঘর ভরে উঠেছে প্রশংসায়।

May be an image of 1 person

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে এর আগেই আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন, যা দীর্ঘদিন ধরে ঢালিউডে নিয়মিত নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।