সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ চার জন আটক হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) শহরের পলাশপোল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ৫ আগস্ট সাতক্ষীরা সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
আটককৃত হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল মণ্ডল ওরফে প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়।
সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দোলনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তিন সহযোগীসহ দোলনকে একটি চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও মাদক গাঁজাসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।