রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে বেড়াতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণের খবর পাওয়া গেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
দ্বীপিতা চাকমা লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত বলে জানা গেছে। তিনি রোকয়া হলের আবাসিক ছাত্রী। দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ওই পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি এখনো সবার কাছে পরিষ্কার নয়। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। এই বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, বাকি পর্যটকরা সাজেকে সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে। দীপিকা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
স্থানীয়ভাবে জানা যায়, দীপিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়। যে এলাকা থেকে পর্যটককে অপহরণ করা হয়েছে সেটি ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।
রাঙামাটি জেলা প্রতিনিধি 





















