Dhaka মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৫ শিক্ষার্থী আহত

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী ‘চান্দের গাড়ি’ খাদে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, পযটকবাহী জিপ গাড়িটি আজ সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্য রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। আহত পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিত চক্রবর্তী বলেন, সাজেক সড়কের শিজকছড়া এলাকায় পযটকবাহী জিপ গাড়ি উল্টে কয়েকজন আহত হন এমন খবর শুনেছি। তারা সবাই নোয়াখালী মহিলা কলেজের ছাত্রী বলে জানতে পেরেছি। তারা আজ সকলে খাগড়াছড়ি থেকে সাজেক বেড়াতে যাচ্ছিলেন।

বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাজেক থেকে চান্দের গাড়িতে করে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে সাজেক থেকে তিন কিলোমিটার দূরে শিজকছড়া এলাকায় চাকা বিকল হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৫ শিক্ষার্থী আহত

প্রকাশের সময় : ১১:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী ‘চান্দের গাড়ি’ খাদে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, পযটকবাহী জিপ গাড়িটি আজ সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্য রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। আহত পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিত চক্রবর্তী বলেন, সাজেক সড়কের শিজকছড়া এলাকায় পযটকবাহী জিপ গাড়ি উল্টে কয়েকজন আহত হন এমন খবর শুনেছি। তারা সবাই নোয়াখালী মহিলা কলেজের ছাত্রী বলে জানতে পেরেছি। তারা আজ সকলে খাগড়াছড়ি থেকে সাজেক বেড়াতে যাচ্ছিলেন।

বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাজেক থেকে চান্দের গাড়িতে করে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে সাজেক থেকে তিন কিলোমিটার দূরে শিজকছড়া এলাকায় চাকা বিকল হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।