যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় নির্বাচনে ভোট প্রদান করেছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। মঙ্গলবার দুপুরে উইসকনসিনে নিজের ভোট দিয়ে ভক্তদের সঙ্গে বিষয়টি ভাগাভাগি করেন সাকিব পত্নী।
ভোট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের হাতে নির্বাচনের একটি স্টিকারযুক্ত ছবি পোস্ট করে শিশির লেখেন ‘ইলেকশন ডে, আমি আমার ভোট দিয়েছি।’
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যেই আগাম ভোট দিয়েছেন ৯ কোটির বেশি ভোটার। আশা করা হচ্ছে, আজ আরো কমপক্ষে ৮-৯ কোটি মানুষ ভোট দেবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দেশটির নাগরিকদের তো অবশ্যই, সারা বিশ্বের মানুষের উৎসাহ, আগ্রহ ও উত্তেজনা নতুন কিছু নয়। কিন্তু এবারের নির্বাচনে যুক্ত হয়েছে সহিংসতা ও অনিশ্চয়তার উদ্বেগ-আশঙ্কা।
আরও পড়ুন : মার্কিন নির্বাচনে ইলেক্টোরাল কলেজ পদ্ধতি কী?
অতীতে অনিশ্চয়তা ছিল ফলাফল নিয়ে-কে জেতেন, কে হারেন। কিন্তু সবাই প্রায় নিশ্চিত ছিলেন, ফল যা-ই হোক, সে ফলাফলে নাগরিকরা খুশি হন বা না হন, পরদিন তারা দৈনন্দিন জীবনে ফিরে যাবেন।
তারা অপেক্ষা করবেন ২০ জানুয়ারির, নতুন প্রেসিডেন্টের শপথের দিনের। কিন্তু এবার প্রশ্ন, সবার ভোট গণনা হবে কি না, কী হবে নির্বাচনের দিন, কী হবে নির্বাচনের অব্যবহিত পরে, সামনের দিনগুলোয় দেশ কোথায় যাবে।
সহিংসতার আশঙ্কায় বিভিন্ন শহরে দোকানপাটের দেয়াল বোর্ড দিয়ে সুরক্ষার ব্যবস্থা হচ্ছে। কমপক্ষে ১০টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড ইতিমধ্যে নির্বাচনবিষয়ক মিশনের জন্য পরিকল্পনা করেছে। আরো ১৫টিতে সেই ব্যবস্থার কথা ভাবা হয়েছে।