Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব অধ্যায়ের সমাপ্তি নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : 

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরায় সাকিব আল হাসান আবার আলোচনায় বাংলাদেশ ক্রিকেটে। বোলিং অ্যাকশন শুধরে পাকিস্তান সুপার লিগে তিন ম্যাচ খেলেছেন। সামনে তার আরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ রয়েছে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কি বাংলাদেশের জার্সিতে ফেরার সম্ভাবনা রয়েছে? বিসিবি কী ভাবছে?

টেস্ট ক্রিকেট ছেড়েছেন সাকিব। নিজের শেষ টেস্ট খেলতে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব ফিরতে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা তার। কিন্তু দলে সুযোগ পাবেন কিনা সেটাই বিরাট প্রশ্ন। দলে তাকে ফিরতে হলে পারফরম্যান্স করেই ফিরতে হবে। সেটা দেখবেন নির্বাচকরা।

তবে বিসিবি সাকিবকে নিয়ে খোলা মনেই আছে। বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু সোমবার (২৬ মে) বলেন, ডেফিনিটলি নট (সম্পর্ক শেষ নয়)। আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট, টিম সেটআপৃ আর সাকিব তো প্রথম টুর্নামেন্ট খেলল শুধরানোর পর। সেটা সামনে দেখার ব্যাপার। তবে সে বিশ্বমানের ক্রিকেটার। যে কোনো দলের জন্য সে একটা সম্পদ। আমাদের নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় সবসময় থাকে।

সাকিব কেবল তিন ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে দুটিতেই ডাক। একটিতে নামার প্রয়োজন হয়নি। বোলিংয়ে পেয়েছেন কেবল এক উইকেট। সাকিবকে আরও বেশি ম্যাচ ও সময় দেওয়ার কথা বললেন মিঠু, সাকিব শুধরে যে এলো, এরপর মাত্রই তো তিনটি ম্যাচ খেলল। আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন, তখন এই প্রশ্নের উত্তর দিতে পারব।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সের অবস্থা যাচ্ছেতাই। দেশের মাঠে জিম্বাবুয়ের কাছে একটি টেস্টে পরাজয়ের পর কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে তারা হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিন পর ১০ নম্বরে নেমে যাওয়ার দুঃসংবাদও এসেছে। সব মিলিয়ে ক্রিকেটের জনপ্রিয়তায় ভাটার টান আসছে বলেই মনে করছেন অনেকে।

ইফতেখারের কথায় ফুটে উঠল, এর চেয়ে তলানিতে নামার আর সম্ভব নয়। বিসিবির এই পরিচালকের আশা, সময়ের সঙ্গে পারফরফরম্যান্সের উন্নতি হবে।

“অ্যালার্মিং তো পরের কথাৃ। তবে অবশ্যই বাংলাদেশ দলের পারফরম্যান্স একটা বড় ইস্যু জনপ্রিয়তার জন্য। আপনাদের বুঝতে হবে যে, এই মুহূর্তে আমাদের দলটা নত্নু। চারজন সিনিয়র ক্রিকেটার (সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ) চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে। আমার মনে হয়, প্রতিভা আছে। আগেও বলেছি, অ্যাপ্লিকেশনের অভাব। যত ম্যাচ খেলবে, তারা উন্নতি করবে।আমার মনে হয় আমরা যে পর্যায়ে আছি, আমাদের কেবল উন্নতিই হবে।”

সাকিব পিএসএল ২০২৫-এ শুরুতে কোনো দল না পেলেও শেষদিকে লাহোর কালান্দার্স দলে নেয় তাকে বদলি হিসেবে। সেখানে তিনি দুই ম্যাচে এক উইকেট পেলেও ব্যাট হাতে দুই ইনিংসেই আউট হন রানের খাতা না খুলেই।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

সাকিব অধ্যায়ের সমাপ্তি নিয়ে যা বলছে বিসিবি

প্রকাশের সময় : ১০:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরায় সাকিব আল হাসান আবার আলোচনায় বাংলাদেশ ক্রিকেটে। বোলিং অ্যাকশন শুধরে পাকিস্তান সুপার লিগে তিন ম্যাচ খেলেছেন। সামনে তার আরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ রয়েছে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কি বাংলাদেশের জার্সিতে ফেরার সম্ভাবনা রয়েছে? বিসিবি কী ভাবছে?

টেস্ট ক্রিকেট ছেড়েছেন সাকিব। নিজের শেষ টেস্ট খেলতে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব ফিরতে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা তার। কিন্তু দলে সুযোগ পাবেন কিনা সেটাই বিরাট প্রশ্ন। দলে তাকে ফিরতে হলে পারফরম্যান্স করেই ফিরতে হবে। সেটা দেখবেন নির্বাচকরা।

তবে বিসিবি সাকিবকে নিয়ে খোলা মনেই আছে। বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু সোমবার (২৬ মে) বলেন, ডেফিনিটলি নট (সম্পর্ক শেষ নয়)। আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট, টিম সেটআপৃ আর সাকিব তো প্রথম টুর্নামেন্ট খেলল শুধরানোর পর। সেটা সামনে দেখার ব্যাপার। তবে সে বিশ্বমানের ক্রিকেটার। যে কোনো দলের জন্য সে একটা সম্পদ। আমাদের নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় সবসময় থাকে।

সাকিব কেবল তিন ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে দুটিতেই ডাক। একটিতে নামার প্রয়োজন হয়নি। বোলিংয়ে পেয়েছেন কেবল এক উইকেট। সাকিবকে আরও বেশি ম্যাচ ও সময় দেওয়ার কথা বললেন মিঠু, সাকিব শুধরে যে এলো, এরপর মাত্রই তো তিনটি ম্যাচ খেলল। আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন, তখন এই প্রশ্নের উত্তর দিতে পারব।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সের অবস্থা যাচ্ছেতাই। দেশের মাঠে জিম্বাবুয়ের কাছে একটি টেস্টে পরাজয়ের পর কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে তারা হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিন পর ১০ নম্বরে নেমে যাওয়ার দুঃসংবাদও এসেছে। সব মিলিয়ে ক্রিকেটের জনপ্রিয়তায় ভাটার টান আসছে বলেই মনে করছেন অনেকে।

ইফতেখারের কথায় ফুটে উঠল, এর চেয়ে তলানিতে নামার আর সম্ভব নয়। বিসিবির এই পরিচালকের আশা, সময়ের সঙ্গে পারফরফরম্যান্সের উন্নতি হবে।

“অ্যালার্মিং তো পরের কথাৃ। তবে অবশ্যই বাংলাদেশ দলের পারফরম্যান্স একটা বড় ইস্যু জনপ্রিয়তার জন্য। আপনাদের বুঝতে হবে যে, এই মুহূর্তে আমাদের দলটা নত্নু। চারজন সিনিয়র ক্রিকেটার (সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ) চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে। আমার মনে হয়, প্রতিভা আছে। আগেও বলেছি, অ্যাপ্লিকেশনের অভাব। যত ম্যাচ খেলবে, তারা উন্নতি করবে।আমার মনে হয় আমরা যে পর্যায়ে আছি, আমাদের কেবল উন্নতিই হবে।”

সাকিব পিএসএল ২০২৫-এ শুরুতে কোনো দল না পেলেও শেষদিকে লাহোর কালান্দার্স দলে নেয় তাকে বদলি হিসেবে। সেখানে তিনি দুই ম্যাচে এক উইকেট পেলেও ব্যাট হাতে দুই ইনিংসেই আউট হন রানের খাতা না খুলেই।