Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে রেখেই পাকিস্তান সফরের দল ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ২০৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানের থাকা নিয়ে ছিল শঙ্কা। তবে সাকিবকে নিয়েই শেষ পর্যন্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক আলোচনা-সমালোচনার ঝড় পেরিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

গত সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব। হাসিনা সরকার পতনের পর তিনি জাতীয় দলে খেলতে পারবেন কিনা, তা নিয়ে উঠেছিল গুঞ্জন। সেই গুঞ্জনের মধ্যেই পাকিস্তান সফরের দলে জায়গা করে নিয়েছেন সাকিব।

রোববার (১১ আগস্ট) দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নাজমুল শান্তর নেতৃত্বে ১৬ সদস্যের দলে দীর্ঘদিন পর ফিরেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চোটের কারণে ছিলেন না তিনি।

টাইগার পেসার তাসকিন আহমেদও ছিলেন না লঙ্কানদের বিপক্ষে ম্যাচগুলোতে। এবার পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে ফিরছেন তিনি। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন ও তাওহিদ হৃদয়।

এর আগে সাকিব আল হাসানের এই সিরিজ খেলা নিয়ে জল ঘোলা হচ্ছিল বেশ। সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনার শিকার হওয়া সাকিব নিজেও এই সিরিজটি খেলতে আগ্রহী কিনা তা নিয়েও অনেকের সন্দেহ ছিল। পাকিস্তানের বিপক্ষে না খেলিয়ে বরং তাকে বিশ্রাম দেওয়া হবে এমনটাও শোনা যাচ্ছিল। তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়েই পাকিস্তানের মাঠে যাচ্ছে বাংলাদেশ।

১৩ আগস্ট বাংলাদেশ দল পৌঁছাবে লাহোরে। সেখানে গাদ্দাফি স্টেডিয়ামে তিন দিন অনুশীলনের পর প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেও তিন দিন অনুশীলন করবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে প্রথম টেস্টটি শুরু আগামী ২১ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ৩০ আগস্ট করাচিতে। উল্লেখ্য যে, এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তান সফরে বাংলাদেশ স্কোয়াডঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

সাকিবকে রেখেই পাকিস্তান সফরের দল ঘোষণা

প্রকাশের সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানের থাকা নিয়ে ছিল শঙ্কা। তবে সাকিবকে নিয়েই শেষ পর্যন্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক আলোচনা-সমালোচনার ঝড় পেরিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

গত সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব। হাসিনা সরকার পতনের পর তিনি জাতীয় দলে খেলতে পারবেন কিনা, তা নিয়ে উঠেছিল গুঞ্জন। সেই গুঞ্জনের মধ্যেই পাকিস্তান সফরের দলে জায়গা করে নিয়েছেন সাকিব।

রোববার (১১ আগস্ট) দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নাজমুল শান্তর নেতৃত্বে ১৬ সদস্যের দলে দীর্ঘদিন পর ফিরেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চোটের কারণে ছিলেন না তিনি।

টাইগার পেসার তাসকিন আহমেদও ছিলেন না লঙ্কানদের বিপক্ষে ম্যাচগুলোতে। এবার পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে ফিরছেন তিনি। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন ও তাওহিদ হৃদয়।

এর আগে সাকিব আল হাসানের এই সিরিজ খেলা নিয়ে জল ঘোলা হচ্ছিল বেশ। সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনার শিকার হওয়া সাকিব নিজেও এই সিরিজটি খেলতে আগ্রহী কিনা তা নিয়েও অনেকের সন্দেহ ছিল। পাকিস্তানের বিপক্ষে না খেলিয়ে বরং তাকে বিশ্রাম দেওয়া হবে এমনটাও শোনা যাচ্ছিল। তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়েই পাকিস্তানের মাঠে যাচ্ছে বাংলাদেশ।

১৩ আগস্ট বাংলাদেশ দল পৌঁছাবে লাহোরে। সেখানে গাদ্দাফি স্টেডিয়ামে তিন দিন অনুশীলনের পর প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেও তিন দিন অনুশীলন করবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে প্রথম টেস্টটি শুরু আগামী ২১ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ৩০ আগস্ট করাচিতে। উল্লেখ্য যে, এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তান সফরে বাংলাদেশ স্কোয়াডঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।