নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শনিবার (১৭ জুন) প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমরা হুঁশিয়ারি দিচ্ছি নাদিম হত্যাকাণ্ডে যারা মদদদাতা, তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করুন। আমরা আর এসবের পুনরাবৃত্তি চাই না।
তিনি বলেন, গোলাম রাব্বানি নাদিম মূলত সাংবাদিকতাই করতেন। তাই তিনি হত্যার শিকার হয়েছেন। তার পরিবার এখন অসহায়। আমরা সাংবাদিক হত্যার বিচার পাচ্ছি না। বিশেষত, তদন্তকারী সংস্থার সক্ষমতা থাকা সত্ত্বেও সাগর-রুনি হত্যাকাণ্ডের রিপোর্ট ৯৮ বার পিছিয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেন ভবিষ্যতে কোনো সাংবাদিকের গায়ে আঁচড় না লাগে।
বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেছেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড একটি পরিকল্পিত বিষয়। হত্যাকাণ্ডের সঙ্গে শুধু চেয়ারম্যানই নন, আরও অনেকেই জড়িত। তাদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, বর্তমান মিডিয়া হাউজগুলো ন্যায্য বেতন দেয় না। ইতোমধ্যেই নাদিমের পরিবার অসহায় অবস্থায় রয়েছে। যদিও প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা চাই এ আন্দোলন চলমান থাকুক।
সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেছেন, দেশজুড়ে যারা প্রকৃত সাংবাদিকতা করছেন, আমরা তাদের শত্রুদের তালিকা প্রকাশ করতে চাই। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। কোনো সাংবাদিক হত্যার পরিপূর্ণ বিচার হয়নি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো উদ্যোগ নেননি। তার প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, তা ব্যর্থ হয়েছে।
সমাবেশে সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, ডিউজের সাবেক দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ডিউজের যুগ্ম-সম্পাদক আলম খায়রুল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য দুলাল খান, ডিউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তার সুমা ও ডিইউজের আইন সম্পাদক শাহীন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।