নিজস্ব প্রতিবেদক :
বিশৃঙ্খলা সৃষ্টি ও মিরপুরে বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও যুবদলের আরও চারজনকে শোকজ করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত করে যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) দুপুরে যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কামরুজ্জামান দুলাল জানান, সংগঠন-বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে যুবদল পল্লবী থানার ৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে এই তিন জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুরে পল্লবী কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।
এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইফতার আয়োজকদের একজন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তাৎক্ষণিকভাবে এর সমাধান করা হয়েছে। সাংবাদিকদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।
এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত সাংবাদিকদের ফোন করে খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান কামরুজ্জামান দুলাল। তিনি বলেন, এ ঘটনায় বিএনপি নেতা আমান উল্যাহ আমান, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং শায়রুর কবির খান আহত সাংবাদিক ইমরুল আহসান জনির বাসায় তার খোঁজ খবর নিতে গিয়েছিলেন।
তবে ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, এ ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তি যুবদল নেতা মিল্টনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বিএনপি।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে পল্লবী থানার ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, পল্লবী থানা যুবদলের পিয়াস, পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রজিব হোসেন পিন্টু, রূপনগর থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আসিফ, পল্লবী থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. মাসুদ এবং পল্লবী থানা ২ নং ওয়ার্ড যুবদলের মো. মনির, পল্লবী থানা যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল খান, পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা খলিল, পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা শাহিন গাজী, রূপনগর থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পল্লবী থানা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মহুরি বাবু, রূপনগর থানা যুবদল নেতা হাদিউল ইসলাম রাজীব, পল্লবী থানা দুই নাম্বার ওয়ার্ড যুবদল নেতা মিলনসহ বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলায় আহত হয়েছেন- এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আখতার হাবিব। এ ছাড়াও কয়েকজন ক্যামেরাপারসন আহত হয়েছেন। দুটি টেলিভিশনের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।