Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সহজ জয়ে শেষ ষোলোয় রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শক্তি-সামর্থ্যের দিক বিবেচনায় রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক পিছিয়ে আরানদিনা। চোট কাটিয়ে আগের ম্যাচে ফিরলেও, কোপা দেল রে’তে খেলা হয়নি ভিনিসিয়ুস জুনিয়র, টনি ক্রুস ও ওঁরেলিয়া চুয়ামেনির। একইসঙ্গে রদ্রিগো গোয়েস, জ্যুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচ, দানি কারভাহাল এবং অ্যান্টোনি রুডিগাররাও শুরুর একাদশে ছিলেন না। কোপা দেল রে’র ম্যাচে আরান্দিনার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিল মাদ্রিদ। তবে তাতে জয় পেতে সমস্যা হয়নি তাদের।

শনিবার (৬ জানুয়ারি) এল মন্তেচিলোতে আন্দারিনাকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ।

আরানদিনার মাঠেও এদিন স্বাভাবিকভাবেই পুরো দাপট ছিল রিয়ালের। তাদের দখলে বল ছিল ৭৮ শতাংশ এবং ১৫ শটের মধ্যে ৫টি লক্ষ্যেই ছিল। বিপরীতে মাত্র দুটি শট নেওয়া আরানদিনার একটি শট ছিল লক্ষ্যে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে একটি করে গোল করেছেন জোসেলু, ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো। আরান্দিয়ার পক্ষে গোলটি নাচোর আত্মঘাতী। এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

তবে প্রতিপক্ষকে চাপে রাখলেও এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। বিরতির পর আরানদিনার ডি বক্সে ব্রাহিম দিয়াজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মাদ্রিদ। আর স্পট কিকে গোল করে ডেডলক ভাঙেন জোসেলু। লিড ব্যবধান দ্বিগুণ করতে এরপর এক মিনিট সময় নেয় সফরকারীরা। এবার গোলের উৎস দিয়াজ। ডান পায়ের শটে তিনি রিয়ালকে দ্বিতীয় দফায় এগিয়ে দেন। এরপর মাঠে নামেন রদ্রিগো ও ফেদে ভালভার্দেরা। যে কারণে আর্দা গুলার ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে তুলে নেওয়া হয়। রিয়ালের হয়ে অবশেষে তুর্কি তরুণ গুলারের অভিষেক হয়ে গেল এই ম্যাচে।

২-০ ব্যবধানে ম্যাচ প্রায় শেষ হতে যাচ্ছিল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগোর ঝলক। দিয়াজের পাস পেয়ে বক্স থেকে ডানপায়ের শটে তিনি বল জালে জড়ান। তবে ম্যাচ শেষ করার আগেই ভুল করে বসেন রিয়াল ডিফেন্ডার নাচো। শেষ বাঁশি বাজার আগে আত্মঘাতি গোলে তিনি প্রতিপক্ষের সঙ্গে রিয়ালের ব্যবধান কমিয়ে বসেন। শেষ পর্যন্ত অনায়াসী জয় নিয়েই আনচেলত্তি বাহিনী মাঠ ছেড়েছে।

রিয়ালের হয়ে অবশেষে এই ম্যাচে অভিষেক হয়েছে তুর্কি তারকা আর্দা গুলারের। এর আগেই অভিষেকের কথা থাকলেও কয়েক দফা হাঁটুর ইনজুরির কারণে মাঠে নামা হয়নি তার। স্মরণীয় এই ম্যাচে বেশ কয়েকবার গোল করার সুযোগও তৈরি করেছিলেন তিনি। তবে গোলের দেখা পাননি এই তুর্কি তারকা। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে ৬ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে রিয়াল। প্রথম দিনেই তার খেলা দেখা সন্তোষ প্রকাশ করেছেন কোচ আনচেলত্তি।

প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে রিয়াল। তবে খেলার একেবারে শেষ মুহূর্তে এসে আত্মঘাতী গোল হজম করতে হয়েছে তাদের। রিয়ালের ডিফেন্ডার ন্যাচো ফার্নান্দেজ ভুলে নিজেদের জালে বল জড়িয়ে দেন।

দাপুটে জয় এলেও গোলের খাতা খোলা হোসেলু জানালেন এই ম্যাচের কঠিনতা। তিনি বলেন, এই মাঠে খেলা কতটা কঠিন তা আমরা জানি। তবে কোনো অজুহাত দিচ্ছি না। আমরা রিয়াল মাদ্রিদ, আমাদের সব জায়গায় জিততে হবে। এটা স্বাভাবিকের চেয়ে বেশি কঠিন ম্যাচ ছিল। তবে জয় পেয়ে ও পরের রাউন্ডে যেতে পেরে আমরা খুশি। এসব ম্যাচ যেকোনো দলের জন্য কঠিন। তাই আমাদের শতভাগ একাগ্রতার প্রয়োজন ছিল। দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। তারা আমাদের ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেনি এবং আমরা গোল পেয়ে যাই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সহজ জয়ে শেষ ষোলোয় রিয়াল

প্রকাশের সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

শক্তি-সামর্থ্যের দিক বিবেচনায় রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক পিছিয়ে আরানদিনা। চোট কাটিয়ে আগের ম্যাচে ফিরলেও, কোপা দেল রে’তে খেলা হয়নি ভিনিসিয়ুস জুনিয়র, টনি ক্রুস ও ওঁরেলিয়া চুয়ামেনির। একইসঙ্গে রদ্রিগো গোয়েস, জ্যুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচ, দানি কারভাহাল এবং অ্যান্টোনি রুডিগাররাও শুরুর একাদশে ছিলেন না। কোপা দেল রে’র ম্যাচে আরান্দিনার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিল মাদ্রিদ। তবে তাতে জয় পেতে সমস্যা হয়নি তাদের।

শনিবার (৬ জানুয়ারি) এল মন্তেচিলোতে আন্দারিনাকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ।

আরানদিনার মাঠেও এদিন স্বাভাবিকভাবেই পুরো দাপট ছিল রিয়ালের। তাদের দখলে বল ছিল ৭৮ শতাংশ এবং ১৫ শটের মধ্যে ৫টি লক্ষ্যেই ছিল। বিপরীতে মাত্র দুটি শট নেওয়া আরানদিনার একটি শট ছিল লক্ষ্যে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে একটি করে গোল করেছেন জোসেলু, ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো। আরান্দিয়ার পক্ষে গোলটি নাচোর আত্মঘাতী। এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

তবে প্রতিপক্ষকে চাপে রাখলেও এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। বিরতির পর আরানদিনার ডি বক্সে ব্রাহিম দিয়াজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মাদ্রিদ। আর স্পট কিকে গোল করে ডেডলক ভাঙেন জোসেলু। লিড ব্যবধান দ্বিগুণ করতে এরপর এক মিনিট সময় নেয় সফরকারীরা। এবার গোলের উৎস দিয়াজ। ডান পায়ের শটে তিনি রিয়ালকে দ্বিতীয় দফায় এগিয়ে দেন। এরপর মাঠে নামেন রদ্রিগো ও ফেদে ভালভার্দেরা। যে কারণে আর্দা গুলার ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে তুলে নেওয়া হয়। রিয়ালের হয়ে অবশেষে তুর্কি তরুণ গুলারের অভিষেক হয়ে গেল এই ম্যাচে।

২-০ ব্যবধানে ম্যাচ প্রায় শেষ হতে যাচ্ছিল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগোর ঝলক। দিয়াজের পাস পেয়ে বক্স থেকে ডানপায়ের শটে তিনি বল জালে জড়ান। তবে ম্যাচ শেষ করার আগেই ভুল করে বসেন রিয়াল ডিফেন্ডার নাচো। শেষ বাঁশি বাজার আগে আত্মঘাতি গোলে তিনি প্রতিপক্ষের সঙ্গে রিয়ালের ব্যবধান কমিয়ে বসেন। শেষ পর্যন্ত অনায়াসী জয় নিয়েই আনচেলত্তি বাহিনী মাঠ ছেড়েছে।

রিয়ালের হয়ে অবশেষে এই ম্যাচে অভিষেক হয়েছে তুর্কি তারকা আর্দা গুলারের। এর আগেই অভিষেকের কথা থাকলেও কয়েক দফা হাঁটুর ইনজুরির কারণে মাঠে নামা হয়নি তার। স্মরণীয় এই ম্যাচে বেশ কয়েকবার গোল করার সুযোগও তৈরি করেছিলেন তিনি। তবে গোলের দেখা পাননি এই তুর্কি তারকা। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে ৬ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে রিয়াল। প্রথম দিনেই তার খেলা দেখা সন্তোষ প্রকাশ করেছেন কোচ আনচেলত্তি।

প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে রিয়াল। তবে খেলার একেবারে শেষ মুহূর্তে এসে আত্মঘাতী গোল হজম করতে হয়েছে তাদের। রিয়ালের ডিফেন্ডার ন্যাচো ফার্নান্দেজ ভুলে নিজেদের জালে বল জড়িয়ে দেন।

দাপুটে জয় এলেও গোলের খাতা খোলা হোসেলু জানালেন এই ম্যাচের কঠিনতা। তিনি বলেন, এই মাঠে খেলা কতটা কঠিন তা আমরা জানি। তবে কোনো অজুহাত দিচ্ছি না। আমরা রিয়াল মাদ্রিদ, আমাদের সব জায়গায় জিততে হবে। এটা স্বাভাবিকের চেয়ে বেশি কঠিন ম্যাচ ছিল। তবে জয় পেয়ে ও পরের রাউন্ডে যেতে পেরে আমরা খুশি। এসব ম্যাচ যেকোনো দলের জন্য কঠিন। তাই আমাদের শতভাগ একাগ্রতার প্রয়োজন ছিল। দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। তারা আমাদের ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেনি এবং আমরা গোল পেয়ে যাই।