নিজস্ব প্রতিবেদক :
সরকার কতটা সংস্কার করবে আগামী এক মাসের মধ্যে একটা রোডম্যাপ দেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে সংলাপ শুরু হবে। তিনি বলেন, এই সংস্কারের যে উদ্দেশ্য সেটা যেন আমরা ভুলে না যাই। এই কনটেক্সট হলো জুলাই অভ্যুত্থান।
রিজওয়ানা বলেন, এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল মতামত দিয়েছে। এই প্রতিবেদনে সব দলের মতামত প্রতিফলিত হয়েছে। এর পরের কমিশন হবে পলিটিক্যাল কমিশন। যার নেতৃত্বে থাকবেন স্বয়ং আসিফ নজরুল।
তিনি বলেন, কাউকে টার্গেট করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। আপনারা ভিডিও দিচ্ছেন। সে অনুযায়ীই শনাক্ত করে বিচার চলছে। এটি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের লক্ষ্যে গঠিত চারটি কমিশনের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আরও ৬টি কমিশনের কাজের মেয়াদ এক মাস বাড়ানো হবে। কমিশন প্রধানরা এক মাস চেয়ে নিয়েছেন। তারা প্রধান প্রধান বিষয়গুলো গুরুত্ব দেবেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। লিখিত মতামত দিয়েছে। কমিশন যতটুকু মনে করেছেন তা নিয়েছেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তাদের রিপোর্ট এবং সামারি দিয়েছে। এই সামারিগুলো আপনাদের জন্য আজকেই এভেইল এবল করে দেওয়া হবে। কমিশন গুলো তাদের ওয়েবসাইটে অ্যাএভেইল এবল করে দেবে। যে রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে সেই কমিশনের প্রধানেরা স্বাধীনভাবে কাজ করেছে। এখন কমিশন প্রধানরা সেই রিপোর্টগুলো নিয়ে বসবে। বসে এখান থেকে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, কোথায় কোথাও তাদের প্রাধান্য দেওয়া উচিত, তারা ঠিক করবে। আগামীকালের ছয়টি কমিশনের কাজের সময় আরও একমাস বাড়িয়ে দেব।
এসময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।