Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার আন্দোলনের কালবৈশাখী ঝড়ে শুকনো পাতার মতো উড়ে যাবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতির ওপর গড়ে ওঠা এই সরকার এখন তাসের ঘরের মতো টিকে আছে। সরকার আন্দোলনের কালবৈশাখী ঝড়ে শুকনো পাতার মতো উড়ে যাবে। পদ্মা-মেঘনা-যমুনাতে ওরা ভেসে যাবে। আমাদেরকে সেই প্রত্যয় নিয়ে এখন নামতে হবে।

শুক্রবার (২৬ মে) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত ১০ দফা দাবিতে জনসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা মিথ্যের ওপর দেশ শাসন করছেন আপনাদের কোনো ভিত্তি নেই। আজকে সকালে কেরানীগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ মিছিল ছিল। তারপর কেন আওয়ামী লীগ বিএনপির সমাবেশে আক্রমণ করলো?

ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, আজকে থলের মধ্য থেকে একের পর এক বিড়াল বেরিয়ে আসছে। এখন তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছে যারা চেয়ে খেতো, যারা সিগারেট চেয়ে খেতো তারা এখন ব্যাংকের মালিক; তারা এখন বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের মালিক। তারা এখন কোটি কোটি টাকার মালিক।

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন- বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বক্তব্য দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির

সরকার আন্দোলনের কালবৈশাখী ঝড়ে শুকনো পাতার মতো উড়ে যাবে : রিজভী

প্রকাশের সময় : ০৮:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতির ওপর গড়ে ওঠা এই সরকার এখন তাসের ঘরের মতো টিকে আছে। সরকার আন্দোলনের কালবৈশাখী ঝড়ে শুকনো পাতার মতো উড়ে যাবে। পদ্মা-মেঘনা-যমুনাতে ওরা ভেসে যাবে। আমাদেরকে সেই প্রত্যয় নিয়ে এখন নামতে হবে।

শুক্রবার (২৬ মে) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত ১০ দফা দাবিতে জনসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা মিথ্যের ওপর দেশ শাসন করছেন আপনাদের কোনো ভিত্তি নেই। আজকে সকালে কেরানীগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ মিছিল ছিল। তারপর কেন আওয়ামী লীগ বিএনপির সমাবেশে আক্রমণ করলো?

ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, আজকে থলের মধ্য থেকে একের পর এক বিড়াল বেরিয়ে আসছে। এখন তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছে যারা চেয়ে খেতো, যারা সিগারেট চেয়ে খেতো তারা এখন ব্যাংকের মালিক; তারা এখন বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের মালিক। তারা এখন কোটি কোটি টাকার মালিক।

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন- বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।