Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের কাছে গণতন্ত্র-মানুষ কিছুই নিরাপদ নয় : ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের কাছে গণতন্ত্র, মানুষ এবং জনগণ কিছুই নিরাপদ নয়।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, সরকার সারা দেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগণ এবার তা রুখে দাঁড়াবে।

মির্জা ফখরুল বলেন, গত ২৬ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির এক নেতার বাসায় দলের সাংগঠনিক সভা হচ্ছিল। সেই সভায় অতর্কিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় এমপি-মন্ত্রীর ভাইদের নেতৃত্বে আক্রমণ করে ১০-১২ জনকে মারাত্মকভাবে আহত করে। এদের মধ্যে কয়েকজন এই হাসপাতালে (শমরিতা) ভর্তি হয়েছেন। এদের এমনভাবে জখম করা হয়েছে, তারা বেঁচে নাও থাকতে পারত।

বিএনপি মহাসচিব আরও বলেন, পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, মফস্বলে বাসায় বসে সভা করলেও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এ দেশে রাজনীতি ও গণতান্ত্রিক অবস্থা এমন জায়গায় গিয়েছে, বিরোধীদলের নেতাকর্মীরা যদি ঘরের মধ্যে সভাও করে, সেখানেও তাদের আক্রমণের স্বীকার হতে হয়।

তিনি বলেন, এই সরকার সম্পূর্ণ অবৈধ ও ফ্যাসিস্ট। এদের কাছে গণতন্ত্র একেবারেই নিরাপদ না, দেশ ও রাষ্ট্র নিরাপদ নয়। গ্রামের অসহায় মানুষদের ওপর গুলি করা হয়েছে; কয়েকজন গুলিতেও আহত হয়েছে। প্রকাশ্যে সন্ত্রাস করে, তারা আক্রমণ করে কুমিল্লার জনগণকে ভয় দেখিয়েছে; যাতে আবারও ক্ষমতায় ফিরে আসা যায়। আমরা মনে করি জনগণ রুখে দেবে, রুখে দিতে শুরু করেছে। জনগণের প্রতিরোধের কাছেই এরা (ক্ষমতাসীন সরকার) পরাজিত হবে।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

সরকারের কাছে গণতন্ত্র-মানুষ কিছুই নিরাপদ নয় : ফখরুল

প্রকাশের সময় : ০৬:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের কাছে গণতন্ত্র, মানুষ এবং জনগণ কিছুই নিরাপদ নয়।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, সরকার সারা দেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগণ এবার তা রুখে দাঁড়াবে।

মির্জা ফখরুল বলেন, গত ২৬ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির এক নেতার বাসায় দলের সাংগঠনিক সভা হচ্ছিল। সেই সভায় অতর্কিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় এমপি-মন্ত্রীর ভাইদের নেতৃত্বে আক্রমণ করে ১০-১২ জনকে মারাত্মকভাবে আহত করে। এদের মধ্যে কয়েকজন এই হাসপাতালে (শমরিতা) ভর্তি হয়েছেন। এদের এমনভাবে জখম করা হয়েছে, তারা বেঁচে নাও থাকতে পারত।

বিএনপি মহাসচিব আরও বলেন, পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, মফস্বলে বাসায় বসে সভা করলেও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এ দেশে রাজনীতি ও গণতান্ত্রিক অবস্থা এমন জায়গায় গিয়েছে, বিরোধীদলের নেতাকর্মীরা যদি ঘরের মধ্যে সভাও করে, সেখানেও তাদের আক্রমণের স্বীকার হতে হয়।

তিনি বলেন, এই সরকার সম্পূর্ণ অবৈধ ও ফ্যাসিস্ট। এদের কাছে গণতন্ত্র একেবারেই নিরাপদ না, দেশ ও রাষ্ট্র নিরাপদ নয়। গ্রামের অসহায় মানুষদের ওপর গুলি করা হয়েছে; কয়েকজন গুলিতেও আহত হয়েছে। প্রকাশ্যে সন্ত্রাস করে, তারা আক্রমণ করে কুমিল্লার জনগণকে ভয় দেখিয়েছে; যাতে আবারও ক্ষমতায় ফিরে আসা যায়। আমরা মনে করি জনগণ রুখে দেবে, রুখে দিতে শুরু করেছে। জনগণের প্রতিরোধের কাছেই এরা (ক্ষমতাসীন সরকার) পরাজিত হবে।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।