নিজস্ব প্রতিবেদক :
খুলনা ও নরসিংদী জেলার তিনটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে।
সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে খুলনা ও নরসিংদী জেলার এই তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা জেলার খালিশপুর উপজেলার ‘প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়’, ফুলতলা উপজেলার ‘আলীম-ইস্টার্ণ মাধ্যমিক বিদ্যালয়’ এবং নরসিংদী সদর উপজেলার ‘ইউ. এম. সি. আদর্শ বিদ্যালয়’–কে যথাক্রমে ‘প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়’, ‘আলীম-ইস্টার্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এবং ‘ইউ. এম. সি. সরকারি আদর্শ বিদ্যালয়’ নামে ঘোষণা করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধানের আলোকে এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।
এছাড়া, শিক্ষক-কর্মচারীদের সরকারিকরণের বিষয়টি জাতীয়করণ নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হবে এবং প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ ১৯ মে থেকে সরকারি কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে আরো কিছু এমপিওভুক্ত বিদ্যালয়কে সরকারি করা হবে। এসব প্রক্রিয়া মন্ত্রণালয়ের কার্যতালিকায় রয়েছে।
এর আগে, চলতি বছরের বিভিন্ন সময়ে দেশের আরো বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে সরকার। সর্বশেষ গত ৩০ এপ্রিল রাজধানী ঢাকার ডেমরায় অবস্থিত বাওয়ানী আদর্শ বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়। এর আগে মার্চ মাসে একসঙ্গে সরকারি করা হয় দেশের চারটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান—রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় এবং খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়।
সরকারি ঘোষণার এই ধারাবাহিকতা শিক্ষা মন্ত্রণালয়ের চলমান উদ্যোগেরই অংশ, যার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে সরকারি করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় শিক্ষা মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।