নিজস্ব প্রতিবেদক :
সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ক্রয়ের বিধিবিধান আরও অবাধ ও স্বচ্ছ করার জন্য বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিধিবিধানে পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন। উনি বলেছেন- আমাদের যে সরকারি ক্রয়টা হয়, সেখানে প্রতিযোগিতাটা যেন আরও বেশি উন্মুক্ত, আরও বেশি অবাধ হয় সেটি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেখা যায় অনেক কোম্পানির সামর্থ্য নেই, মানে কিছু কিছু কোম্পানির দেখা যায় সামর্থ্য না থাকার পরও তারাই কাজ পেয়ে যাচ্ছে। এতে আমাদের অনেক উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
মাহবুব হোসেন বলেন, এ থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে প্রতিযোগিতা উন্মুক্ত হয়, ভালো হয় এবং যাতে করে আমাদের উন্নয়নমূলক কাজ আমরা দ্রুত সম্পন্ন করতে পারি।
তিনি বলেন, সেটি নিয়ে এখন আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) কাজ করবে। খুব দ্রুত তারা কাজ করে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন।
ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া অনুমোদন
বর্তমানে যাঁদের শেয়ার ১৫ শতাংশের বেশি আছে, সে বিষয়েও প্রস্তাবিত আইনে করণীয় ঠিক করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইন কার্যকরের দুই বছরের মধ্যে অতিরিক্ত শেয়ার পরিবারের সদস্য নয় এবং ওই কোম্পানিতে শেয়ারের সর্বোচ্চ সীমা ধারণ করেন না, এমন ব্যক্তিদের কাছে হস্তান্তর করবেন। যদি না করা হয় তাহলে ওই শেয়ার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।
পরিবারের সংজ্ঞাও নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রস্তাবিত আইনে। পরিবার বলতে স্ত্রী বা স্বামী, পিতা-মাতা, পুত্র-কন্যা, ভাইবোন এবং ওই ব্যক্তির ওপর নির্ভরশীল সবাইকে বোঝাবে।
প্রস্তাবিত আইনে দুজন স্বতন্ত্র পরিচালকসহ ১৫ জন পরিচালক থাকা যাবে। প্রস্তাবিত আইনে বিভিন্ন অপরাধের সাজাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নাটোরে বিশ্ববিদ্যালয় হচ্ছে
বৈঠকে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩–এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়টি হবে নাটোরে।
বর্তমানে দেশে ৫৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। সম্প্রতি তিনটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আর দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৩টি। এ ছাড়া দেশের ছয় জেলায় নতুন ছয়টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জেলাগুলো হলো রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা। এগুলো হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৬০–এর বেশি।
গ্রাম আদালতের জরিমানার ক্ষমতা বাড়ছে
মন্ত্রিসভার বৈঠকে গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৩-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে টেকসই সরকারি ক্রয় নীতি (২০২৩) খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন উপস্থাপন করা হয় বৈঠকে।
প্রধানমন্ত্রীর নির্দেশ
মন্ত্রিপরিষদ সচিব জানান, অনির্ধারিত আলোচনায় সরকারি ক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা যেন আরও বেশি উন্মুক্ত হয়, আরও বেশি অবাধ হয়, সেটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছু কোম্পানির সামর্থ্য নেই, কিন্তু তারাও কাজ পেয়ে যাচ্ছে। এতে কাজের বিলম্ব হচ্ছে। এ থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানের পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
টেকসই সরকারি ক্রয়নীতির খসড়া অনুমোদন
বিভিন্ন কোম্পানিকে পরিবেশবান্ধব করতে বাধ্য করার জন্য ‘টেকসই সরকারি ক্রয়নীতি-২০২৩’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) যুগে আছি। সবকিছুই আমাদের টেকসই করতে হবে। ধরেন, আমাদের এখন ক্লাইমেটকে রক্ষা করা একটা বড় দায়িত্ব। বিভিন্ন কোম্পানিকে পরিবেশবান্ধব করতে বাধ্য করা হবে। কোম্পানিগুলো যেন পরিবেশবান্ধব হয়।
তিনি আরও বলেন, এখন যে প্রতিযোগিতার প্রক্রিয়া আছে, সেখানে আপাতদৃষ্টিতে সবচেয়ে কম যেটি সেটিই নিতে হচ্ছে। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে- আমি ১০ টাকার একটি জিনিস পেলাম, সেটায় আমার চলবে এক বছর। ১৫ টাকার জিনিসটায় যাবে দুই বছর, তাহলে কোনটা আমার জন্য লাভজনক? এ হিসাবটা এখন আসবে।
মাহবুব হোসেন বলেন, একটি লাইফ সাইকেলে কস্টিংটা যেটা ভালো হবে, সেটা আসবে। ভালো মানের পণ্য আমি কিনতে পারবো। এখন তো লোয়েস্ট (সবচেয়ে কম) হলেই আমরা নিতে পারবো, সেটি তখন আর থাকবে না। আসলে যেটা দিয়ে সবচেয়ে বেশি উপযোগিতা পাবো, আমরা এখন সেটির দিকেই যাবো। মানসম্পন্ন আইটেম ক্রয় করা আমাদের জন্য এখন সহজ হবে।