Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সম্পর্ককে চিরজীবন লালন করতে চাই: জয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ২০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জয়া আহসান আলোচনা কিংবা চর্চায় থাকেন মূলত কাজ দিয়েই। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ বরাবরই নিজের কাছে, একান্তে রাখেন। তাই এক যুগ ধরে সিঙ্গেল জীবন কাটালেও সে বিষয়ে কখনও টুঁ শব্দ করেননি। কিন্তু সম্পর্ক তো এসেছে তার জীবনে। সেগুলো লালনও করেছেন। সেজন্য সম্পর্ক নিয়ে তার আলাদা ভাবনা-বিশ্বাসও আছে।

খানিকটা বিরতির পর টলিউডে মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা। আগামী ২ জুন কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। খ্যাতিমান নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমায় জয়ার সঙ্গে আরও রয়েছেন, চূর্ণি গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি প্রাক্তন ও বর্তমানের, স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণের টানাপোড়েনের গল্প বলবে। সিনেমাটি নিয়ে কথা বলতে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান। সেখানেই সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার।

May be an image of 1 person

এক প্রশ্নের উত্তরে জয়া বলেন, বর্তমানে আমরা স্বামী-স্ত্রীর মধ্যে যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়ত স্বামী বা স্ত্রী সম্পর্কের সমস্যাগুলোর কথা প্রকাশ্যে বলেন বলে আমরা জানতে পারি। সশরীরে হয়ত তাদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি।

তিনি মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতা সবসময় ছিল। কিন্তু নানা কারণে তারা একসঙ্গে থেকে যেতেন। বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া— এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়ত অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন। আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়ে খুব একটা বিস্তারিত কিছু বলতে পারব না। তবে, আমার সঙ্গে সহজে কারও সম্পর্ক খারাপ হয় না। আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। অন্য তরফ থেকে যদি সম্পর্ক শেষ না করে দেওয়া হয়, আমি সবসময় সম্পর্ক ভালো রাখাতেই বিশ্বাসী।

May be an image of 1 person

অভিনেত্রী আরও বলেন, আমি চাই, সম্পর্ককে চিরজীবন লালন করতে। সম্পর্কের মূল্যায়ন করতে জানি, বলা ভালো করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনো মানুষকে ভালোবাসলে, তার খারাপটাকেও ভালোবাসব। কোনো মানুষের ভালো সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব এটাই আমার বিশ্বাস।

জয়া ব্যক্তিগত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তার প্রমাণ অবশ্য পাওয়া যায় অভিনেত্রীর প্রোফাইলে এক ঝলক চোখ রাখলেই। কখনও শুটিংয়ের ব্যস্ততায় পরিবারের সঙ্গে কাটানোর জন্য সময় কম পড়েছে? জয়া বলছেন, হামেশাই হয়। কোনো নিমন্ত্রণে না যেতে পারলে ভীষণ মন খারাপ হয়।

May be an image of 1 person

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন জয়া। অভিনেত্রী বলেন, কৌশিকদার লেখনীশক্তি অসাধারণ। চিত্রনাট্যের সঙ্গে যদি জীবনের মিল নাও থাকে, তাহলেও অভিনয় বেরিয়ে আসবেই। আর এত ভালো সহ অভিনেতা-অভিনেত্রী থাকলে এমনই অভিনয় ভাল হয়ে যায়।

আগামী ২ জুন মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন চুর্নী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তীসহ আরও অনেকে। ছবিরি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

সম্পর্ককে চিরজীবন লালন করতে চাই: জয়া

প্রকাশের সময় : ০২:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

জয়া আহসান আলোচনা কিংবা চর্চায় থাকেন মূলত কাজ দিয়েই। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ বরাবরই নিজের কাছে, একান্তে রাখেন। তাই এক যুগ ধরে সিঙ্গেল জীবন কাটালেও সে বিষয়ে কখনও টুঁ শব্দ করেননি। কিন্তু সম্পর্ক তো এসেছে তার জীবনে। সেগুলো লালনও করেছেন। সেজন্য সম্পর্ক নিয়ে তার আলাদা ভাবনা-বিশ্বাসও আছে।

খানিকটা বিরতির পর টলিউডে মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা। আগামী ২ জুন কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। খ্যাতিমান নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমায় জয়ার সঙ্গে আরও রয়েছেন, চূর্ণি গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি প্রাক্তন ও বর্তমানের, স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণের টানাপোড়েনের গল্প বলবে। সিনেমাটি নিয়ে কথা বলতে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান। সেখানেই সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার।

May be an image of 1 person

এক প্রশ্নের উত্তরে জয়া বলেন, বর্তমানে আমরা স্বামী-স্ত্রীর মধ্যে যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়ত স্বামী বা স্ত্রী সম্পর্কের সমস্যাগুলোর কথা প্রকাশ্যে বলেন বলে আমরা জানতে পারি। সশরীরে হয়ত তাদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি।

তিনি মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতা সবসময় ছিল। কিন্তু নানা কারণে তারা একসঙ্গে থেকে যেতেন। বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া— এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়ত অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন। আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়ে খুব একটা বিস্তারিত কিছু বলতে পারব না। তবে, আমার সঙ্গে সহজে কারও সম্পর্ক খারাপ হয় না। আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। অন্য তরফ থেকে যদি সম্পর্ক শেষ না করে দেওয়া হয়, আমি সবসময় সম্পর্ক ভালো রাখাতেই বিশ্বাসী।

May be an image of 1 person

অভিনেত্রী আরও বলেন, আমি চাই, সম্পর্ককে চিরজীবন লালন করতে। সম্পর্কের মূল্যায়ন করতে জানি, বলা ভালো করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনো মানুষকে ভালোবাসলে, তার খারাপটাকেও ভালোবাসব। কোনো মানুষের ভালো সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব এটাই আমার বিশ্বাস।

জয়া ব্যক্তিগত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তার প্রমাণ অবশ্য পাওয়া যায় অভিনেত্রীর প্রোফাইলে এক ঝলক চোখ রাখলেই। কখনও শুটিংয়ের ব্যস্ততায় পরিবারের সঙ্গে কাটানোর জন্য সময় কম পড়েছে? জয়া বলছেন, হামেশাই হয়। কোনো নিমন্ত্রণে না যেতে পারলে ভীষণ মন খারাপ হয়।

May be an image of 1 person

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন জয়া। অভিনেত্রী বলেন, কৌশিকদার লেখনীশক্তি অসাধারণ। চিত্রনাট্যের সঙ্গে যদি জীবনের মিল নাও থাকে, তাহলেও অভিনয় বেরিয়ে আসবেই। আর এত ভালো সহ অভিনেতা-অভিনেত্রী থাকলে এমনই অভিনয় ভাল হয়ে যায়।

আগামী ২ জুন মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন চুর্নী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তীসহ আরও অনেকে। ছবিরি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস।