Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক : 

ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ মার্চ) সিলভিয়ার নিয়োগ বাতিল করার বিষয়টি প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলভিয়াসহ চার জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরপর সিলভিয়ার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার ছবি।

সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা।

এ বিষয়ে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ফেসবুক পোস্টে লেখেন, এমন একজনকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যিনি শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে কোর্ট অঙ্গনে ভোট ডাকাতিসহ, স্বৈরাচারীর পক্ষে সকল অপকর্মে জড়িত ছিল। এমন একটি স্পর্শকাতর জায়গায় কেন এমন হচ্ছে?’ এভাবেই আইনজীবীরা সিলভিয়ার নিয়োগ বাতিলের দাবিতে ফেসবুক সোচ্চার হন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া সেই রিকশাচালক জামিন পেলেন

সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

প্রকাশের সময় : ০৪:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ মার্চ) সিলভিয়ার নিয়োগ বাতিল করার বিষয়টি প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলভিয়াসহ চার জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরপর সিলভিয়ার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার ছবি।

সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা।

এ বিষয়ে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ফেসবুক পোস্টে লেখেন, এমন একজনকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যিনি শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে কোর্ট অঙ্গনে ভোট ডাকাতিসহ, স্বৈরাচারীর পক্ষে সকল অপকর্মে জড়িত ছিল। এমন একটি স্পর্শকাতর জায়গায় কেন এমন হচ্ছে?’ এভাবেই আইনজীবীরা সিলভিয়ার নিয়োগ বাতিলের দাবিতে ফেসবুক সোচ্চার হন।