Dhaka মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সমস্যা একদিনে সমাধান হবে না, সময় দিন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আজ দায়িত্ব নিয়ে কালই সব সমস্যার সমাধান করা যাবে না। সময় দিতে হবে সবাই মিলে একসাথে কাজ করলে সমাধান সম্ভব।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম দিন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাত্র দায়িত্ব গ্রহণ করলাম। অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে কাজ করা হবে। এ মুহূর্তে যদি অগ্রাধিকারের কথা বলেন, তাহলে সামনের রমজানই প্রথম অগ্রাধিকার। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। আপনাদেরও সহযোগিতা দরকার হবে।

অর্থমন্ত্রী বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। রোজায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করা হবে। অনেক কারেকশন করতে হবে। সব ডেভেলপমেন্ট ফিল্ডেই সংশোধন করতে হয়।

বাংলাদেশ এগিয়ে চলেছে জানিয়ে তিনি বলেন, তবে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আমাদের নিজের দেশকে নিয়ে গর্বিত হতে হবে।

অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কত ষড়যন্ত্র, কতকিছু থাকা স্বত্বেও আমারা এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে।

বর্তমান অর্থনীতিতে যে সংকট সেটা কিভাবে কাটিয়ে উঠবেন এবং দ্রব্যমূল্য কি কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে কিনা সে বিষয়ে সরকারের করণীয় কি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমার করণীয় বলতে আমাকে একটু সময় দিতে হবে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বুঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করবো।

আমরা কতো দিন অপেক্ষা করবো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো বসে থাকার লোক না, নেত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি দায়িত্ব নিয়েই করবো।

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কিভাবে সমন্বয় করবেন জানতে চাইলে তিনি বলেন, মিলে মিশে কাজ করতে হবে। অর্থমন্ত্রণালয়তো একা পারবে না।

অর্থপাচার হচ্ছে এবিষয়ে আপনার মন্ত্রণালয়ে কোন কর্মপরিকল্পনা আছে তিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনা নিতে সময় লাগবে। আমিতো মাত্র আসলাম। চ্যালেঞ্জের বিষয়ে আমরা সবাই জানি। সমাধান করতে হবে।

কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন জানতে চাইলে তিনি বলেন, দেখতে হবে। একটু সময় দিন। এভাবেতো হয় না। কালকে অর্থমন্ত্রী হলাম আজকেইসব ঠিক করে দেবো।

সামনে রমজান মাসে সেটা নিয়ে কোন পরিকল্পনা এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, আগে দেখি না। সময় দিতে হবে না। আমাদেরকে সময় দেন। আমাদের অগ্রাধিকার হলো রোজার কথা চিন্তা করতে হবে।

অর্থনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে যদি কিছু বলতেন জানতে চাইলে তিনি বলেন, সেগুলো নিয়েতো কাজ করবো। রাতারাতি কিছু করা যাবে না।
কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, কত ত্যাগের বিনিয়োগ স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর এই দেশ ধ্বংস করতে দেব না। যারা এখনও বিরোধিতা করেন তাদের খেয়াল করতে হবে। তাদের কত ধৃষ্টতা, ওপেন মিটিংয়ে বিএনপি মহাসচিব বলেছেন, পাকিস্তান ভালো ছিল। তাদের আমি সেখানে চলে যেতে বলেছি। পাকিস্তান ভালো ছিল, যান দেখে আসেন। পাকিস্তানে কেউ যায়?

জনপ্রিয় খবর

আবহাওয়া

সমস্যা একদিনে সমাধান হবে না, সময় দিন: অর্থমন্ত্রী

প্রকাশের সময় : ০২:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আজ দায়িত্ব নিয়ে কালই সব সমস্যার সমাধান করা যাবে না। সময় দিতে হবে সবাই মিলে একসাথে কাজ করলে সমাধান সম্ভব।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম দিন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাত্র দায়িত্ব গ্রহণ করলাম। অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে কাজ করা হবে। এ মুহূর্তে যদি অগ্রাধিকারের কথা বলেন, তাহলে সামনের রমজানই প্রথম অগ্রাধিকার। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। আপনাদেরও সহযোগিতা দরকার হবে।

অর্থমন্ত্রী বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। রোজায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করা হবে। অনেক কারেকশন করতে হবে। সব ডেভেলপমেন্ট ফিল্ডেই সংশোধন করতে হয়।

বাংলাদেশ এগিয়ে চলেছে জানিয়ে তিনি বলেন, তবে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আমাদের নিজের দেশকে নিয়ে গর্বিত হতে হবে।

অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কত ষড়যন্ত্র, কতকিছু থাকা স্বত্বেও আমারা এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে।

বর্তমান অর্থনীতিতে যে সংকট সেটা কিভাবে কাটিয়ে উঠবেন এবং দ্রব্যমূল্য কি কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে কিনা সে বিষয়ে সরকারের করণীয় কি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমার করণীয় বলতে আমাকে একটু সময় দিতে হবে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বুঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করবো।

আমরা কতো দিন অপেক্ষা করবো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো বসে থাকার লোক না, নেত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি দায়িত্ব নিয়েই করবো।

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কিভাবে সমন্বয় করবেন জানতে চাইলে তিনি বলেন, মিলে মিশে কাজ করতে হবে। অর্থমন্ত্রণালয়তো একা পারবে না।

অর্থপাচার হচ্ছে এবিষয়ে আপনার মন্ত্রণালয়ে কোন কর্মপরিকল্পনা আছে তিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনা নিতে সময় লাগবে। আমিতো মাত্র আসলাম। চ্যালেঞ্জের বিষয়ে আমরা সবাই জানি। সমাধান করতে হবে।

কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন জানতে চাইলে তিনি বলেন, দেখতে হবে। একটু সময় দিন। এভাবেতো হয় না। কালকে অর্থমন্ত্রী হলাম আজকেইসব ঠিক করে দেবো।

সামনে রমজান মাসে সেটা নিয়ে কোন পরিকল্পনা এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, আগে দেখি না। সময় দিতে হবে না। আমাদেরকে সময় দেন। আমাদের অগ্রাধিকার হলো রোজার কথা চিন্তা করতে হবে।

অর্থনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে যদি কিছু বলতেন জানতে চাইলে তিনি বলেন, সেগুলো নিয়েতো কাজ করবো। রাতারাতি কিছু করা যাবে না।
কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, কত ত্যাগের বিনিয়োগ স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর এই দেশ ধ্বংস করতে দেব না। যারা এখনও বিরোধিতা করেন তাদের খেয়াল করতে হবে। তাদের কত ধৃষ্টতা, ওপেন মিটিংয়ে বিএনপি মহাসচিব বলেছেন, পাকিস্তান ভালো ছিল। তাদের আমি সেখানে চলে যেতে বলেছি। পাকিস্তান ভালো ছিল, যান দেখে আসেন। পাকিস্তানে কেউ যায়?