Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সমর্থকের মুক্তির দাবিতে থানা ঘেরাও লতিফ সিদ্দিকীর

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের কালিহাতীতে এক সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে অনুসারীদের নিয়ে মহাসড়ক অবরোধ করে থানার সামনে অবস্থান নিয়েছেন সাবেক মন্ত্রী এবং এবারের নির্বাচনে স্বতন্ত্র থেকে বিজয়ী আবদুল লতিফ সিদ্দিকী। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করা হয়।

প্রতিবাদের মুখে চারজনকে ছেড়ে দেওয়া হলেও এজাহারভুক্ত আসামি হওয়ায় দুজনকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে লতিফ সিদ্দিকী ও তার কর্মী-সমর্থকরা মহাসড়কে বসে পড়েন। গ্রেপ্তার নেতাকর্মীর দ্রুত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা মহাসড়কের পাশের কালিহাতী থানা ঘেরাও করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে টাঙ্গাইল পুলিস লাইনস থেকে দাঙ্গা পুলিশ এনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এ সময় পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা লতিফ সিদ্দিকীকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন।

বড় ভাই লতিফ সিদ্দিকীর থানা ঘেরাও এবং মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। পরে তিনি ঘটনা বিস্তারিত জানেন লতিফ সিদ্দিকীর কাছ থেকে। এরপর কাদের সিদ্দিকী থানার ভেতর প্রবেশ করে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনায় সিদ্ধান্ত হয়, এজাহারে নাম না থাকা আটক চারজন কর্মীকে তাৎক্ষণিক মুক্তি এবং এজাহারে নাম থাকা দুই কর্মীকে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী লতিফ সিদ্দিকী তার কর্মী সমর্থকদের নিয়ে দুপুর ৩টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, হাসমত এজাহারভুক্ত আসামি। বিনা অপরাধে কাউকে আটক করা হয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।

পুলিশের হাতে আটক হাসমত আলী কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি নির্বাচনে আবদুল লতিফ সিদ্দিকীর সমর্থক হিসেবে কাজ করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সমর্থকের মুক্তির দাবিতে থানা ঘেরাও লতিফ সিদ্দিকীর

প্রকাশের সময় : ০৪:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের কালিহাতীতে এক সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে অনুসারীদের নিয়ে মহাসড়ক অবরোধ করে থানার সামনে অবস্থান নিয়েছেন সাবেক মন্ত্রী এবং এবারের নির্বাচনে স্বতন্ত্র থেকে বিজয়ী আবদুল লতিফ সিদ্দিকী। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করা হয়।

প্রতিবাদের মুখে চারজনকে ছেড়ে দেওয়া হলেও এজাহারভুক্ত আসামি হওয়ায় দুজনকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে লতিফ সিদ্দিকী ও তার কর্মী-সমর্থকরা মহাসড়কে বসে পড়েন। গ্রেপ্তার নেতাকর্মীর দ্রুত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা মহাসড়কের পাশের কালিহাতী থানা ঘেরাও করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে টাঙ্গাইল পুলিস লাইনস থেকে দাঙ্গা পুলিশ এনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এ সময় পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা লতিফ সিদ্দিকীকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন।

বড় ভাই লতিফ সিদ্দিকীর থানা ঘেরাও এবং মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। পরে তিনি ঘটনা বিস্তারিত জানেন লতিফ সিদ্দিকীর কাছ থেকে। এরপর কাদের সিদ্দিকী থানার ভেতর প্রবেশ করে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনায় সিদ্ধান্ত হয়, এজাহারে নাম না থাকা আটক চারজন কর্মীকে তাৎক্ষণিক মুক্তি এবং এজাহারে নাম থাকা দুই কর্মীকে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী লতিফ সিদ্দিকী তার কর্মী সমর্থকদের নিয়ে দুপুর ৩টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, হাসমত এজাহারভুক্ত আসামি। বিনা অপরাধে কাউকে আটক করা হয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।

পুলিশের হাতে আটক হাসমত আলী কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি নির্বাচনে আবদুল লতিফ সিদ্দিকীর সমর্থক হিসেবে কাজ করেছেন।