Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আটক ২

সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারীদের আটক করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন।

মঙ্গলবার (১০) দুপুরে গ্রেফতারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী।

ওসি বলেন, ঘটনার পর জেলা পুলিসহ সুপার স্যারের নির্দেশে আমরা ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং কেন্দ্রীয় সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা করি। এসআই স্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ওই রাত থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এরই ধারাবাহিকতায় চব্বিশ ঘণ্টার মধ্যেই আমরা আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে বিল্লাল ও মোবারক নামে দুজনকে আটক করেছি।

ওসি মোহাম্মদ আবদুল বারী আরও বলেন, গ্রেফতাররা স্থানীয় পেশাদার ছিলতাইকারী। তাদের দুজনের নামেই ৪-৫টি করে ছিনতাই মামলা রয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি অচিরেই সমন্বয়কদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হবো।

রোববার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া অংশে পৌঁছানোর পর একদল ছিনতাইকারী সমন্বয়কদের বাহনকারী মাইক্রোবাসটি আটকে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সেসময় অপরাধীদের হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হন।

আবহাওয়া

সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আটক ২

প্রকাশের সময় : ০৪:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারীদের আটক করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন।

মঙ্গলবার (১০) দুপুরে গ্রেফতারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী।

ওসি বলেন, ঘটনার পর জেলা পুলিসহ সুপার স্যারের নির্দেশে আমরা ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং কেন্দ্রীয় সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা করি। এসআই স্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ওই রাত থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এরই ধারাবাহিকতায় চব্বিশ ঘণ্টার মধ্যেই আমরা আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে বিল্লাল ও মোবারক নামে দুজনকে আটক করেছি।

ওসি মোহাম্মদ আবদুল বারী আরও বলেন, গ্রেফতাররা স্থানীয় পেশাদার ছিলতাইকারী। তাদের দুজনের নামেই ৪-৫টি করে ছিনতাই মামলা রয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি অচিরেই সমন্বয়কদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হবো।

রোববার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া অংশে পৌঁছানোর পর একদল ছিনতাইকারী সমন্বয়কদের বাহনকারী মাইক্রোবাসটি আটকে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সেসময় অপরাধীদের হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হন।