স্পোর্টস ডেস্ক :
সাকিব আল হাসান টেস্টে নিয়মিত নন। এই ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছেন বহু আগেই। ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।
বাকি ছিল টি-টোয়েন্টি। কদিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ফরম্যাটে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসান। এবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েই ফেললেন সাকিব।
বুধবার (২৯ মে) সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেখানে দেখা যায় টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারিয়েছেন সাকিব। নেমে গেছেন দুইয়ে। সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। টাইগার অলরাউন্ডারকে টপকে এখন শীর্ষে লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শুধু অলরাউন্ডার নয়, ব্যাটিং ও বোলিং র্যাংকিংয়ে প্রভাব পড়েছে সাকিবের। ব্যাটিংয়ে তিন ধাপ পিছিয়ে সাকিবের অবস্থান ৮২তম স্থানে। বোলিংয়ে একধাপ অবনমন হয়ে রয়েছেন ৩১ নম্বরে।
যুক্তরাষ্ট্রে বাজে পারফরম্যান্সে প্রভাব পড়েছে বাকিদেরও। লিটন দাস ব্যাটিংয়ে পাঁচধাপ পিছিয়ে ৪০তম স্থানে আছেন। ব্যাটসম্যানদের মধ্যে লিটনই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন। চারধাপ পিছিয়ে শান্তর অবস্থান ৪৪তম। তাওহীদ হৃদয়ের উন্নতি হয়েছে ১২তম। ৬০ নম্বরে এসে পৌঁছেছেন তাওহীদ। মাহমুদউল্লাহর দুই ধাপ অবনমন হয়েছে। কোনো ম্যাচ না খেলেই আফিফ হোসেনের দশ ধাপ অবনমন হয়েছে।
বোলিংয়ে মোস্তাফিুর রহমানের দুই ধাপ উন্নতি হয়েছে। ২৫ থেকে ২৩ এ পৌঁছেছেন বাঁহাতি পেসার। চোটে থাকা তাসকিনের অবনমন হয়েছে পাঁচধাপ। পেসার শরিফুল ইসলাম ও স্পিনার মাহেদী হাসানের তিনধাপ অবনমন হয়েছে। লেগ স্পিনার রিশাদের উন্নতি হয়েছে ৩৮ ধাপ। ৫২তম স্থানে চলে এসেছেন তরুণ স্পিনার।
উল্লেখ্য, সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজে সাকিবের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে এ রান করেন তিনি। এছাড়া ৭.৪০ ইকোনমিতে নিয়েছেন ১টি উইকেট। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।