চাঁদপুর জেলা প্রতিনিধি :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি বড় ও প্রাচীন দল। যারা এই দলটিতে কাজ করেন সারাজীবন আন্দোলন সংগ্রাম করেই তারা একটা পর্যায়ে আসেন। কাজেই প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকেন। তাই সবারই গণতান্ত্রিক অধিকার আছে মনোনয়ন চাওয়ার। তবে মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কদমতলা এলাকায় শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে দীপু মনি বলেন, মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দিবেন, সবাই সেটা মেনে নেবেন। নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। এভাবেই তারা নৌকার বিজয়কে নিশ্চিত করবে।
জোটবদ্ধভাবে নির্বাচন করবেন কি-না সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন প্রয়োজন হয়েছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি। আমাদের জোট সব সময় আদর্শিক জোট হয়েছে। কখনো কখনো আমরা নির্বাচনী জোট করেছি। আমাদের মনোনয়ন নির্ধারণ করার কাজ শেষে হলে বোঝা যাবে আমরা জোটবদ্ধভাবে না-কি এককভাবে নির্বাচন করবো।
মন্ত্রী বলেন, আমরা চাই, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।
মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত এমন কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনেক তরুণ ও নারীরা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন- আমি মনে করি, এটি ভালো লক্ষণ। সবাই জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। জনগণের প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক- আমাদের নেতাকর্মীরা। এটিকে ভালো লক্ষণ হিসেবেই দেখছি। তবে আমি মনে করি মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দিক না কেন নৌকার প্রার্থীর পক্ষে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত এবং দলীয় ঐক্যকে সুদৃঢ় করবে।
এসময় আগামী জানুয়ারি মাসের বই উৎসব সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আগামী জানুয়ারি মাসের ১ তারিখেই আমাদের বই উৎসব হবে। উৎসব করার জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) রাশিদুল হক চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।