Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে প্রতিনিধিদলে কে কে থাকবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র বলছেন, দেশব্যাপী চলমান সহিংসতা নিয়ে বিএনপির মূল্যায়ন তুলে ধরবেন মির্জা ফখরুল। বিএনপি মনে করে বিগত কিছু দিনে রাজধানীতে ছাত্রদের সংঘর্ষ, ঋণ দেওয়ার কথা বলে ঢাকার বাইরে থেকে শাহবাগে লোকজন জড়ো করা, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও চট্টগ্রামের আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ এবং একজনের মৃত্যু এসবের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এগুলো উপদেষ্টার কাছে তুলে ধরা হবে বিএনপির পক্ষ থেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশের সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে প্রতিনিধিদলে কে কে থাকবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র বলছেন, দেশব্যাপী চলমান সহিংসতা নিয়ে বিএনপির মূল্যায়ন তুলে ধরবেন মির্জা ফখরুল। বিএনপি মনে করে বিগত কিছু দিনে রাজধানীতে ছাত্রদের সংঘর্ষ, ঋণ দেওয়ার কথা বলে ঢাকার বাইরে থেকে শাহবাগে লোকজন জড়ো করা, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও চট্টগ্রামের আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ এবং একজনের মৃত্যু এসবের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এগুলো উপদেষ্টার কাছে তুলে ধরা হবে বিএনপির পক্ষ থেকে।