নিজস্ব প্রতিবেদক :
সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না; নাগরিকরা নিজেরাই পরিবর্তনের উদ্যোগ না নিলে কোনো পরিবর্তন আসবে না।
তিনি বলেন, পুরোনো রাজনীতি ঠিক থাকলে জুলাই আন্দোলনের মতো গণআন্দোলন সৃষ্টি হতো না। তার ভাষায়, পুরোনোকে নিয়ম ভেবে চললে চলবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন আনা যায় না।
মানুষ নয়, নিয়ম বদলানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নিয়ম সঠিক থাকলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। আমরা সেই নিয়মগুলো ঠিক করতে কাজ করে যাচ্ছি।”
নদী দূষণ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, নদী দূষণের একটি অংশ নয়, বরং সামগ্রিকভাবে কম্প্রিহেনসিভ পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে।
নাগরিকদের চেয়ে নিয়ম পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, মানুষ নয়, নিয়ম বদলানোর ওপর গুরুত্ব দিতে হবে। নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবে। আমরা সেই নিয়মগুলো ঠিক করার চেষ্টা করছি।
প্রাণীকল্যাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধর্মও আমাদের প্রাণীর প্রতি দয়া করতে শেখায়। অথচ আমরা অনেক সময় মানুষ তো বটেই, প্রাণীদের প্রতিও নিষ্ঠুর হই। মানবিক সমাজ গড়তে হলে প্রাণী ও প্রকৃতির প্রতি সদয় হতে হবে।
ভালো প্রজন্ম গঠনে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে নিজেদের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, অতীতের অন্যায়-অবিচার ও চ্যালেঞ্জ সত্ত্বেও মানুষের স্বপ্নই বহুবার সমাজকে এগিয়ে নিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





















