Dhaka বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সত্যবতী হওয়ার ট্রোল নিয়ে যা বললেন রুক্মিণী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • ২১৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

একের পর এক কালজয়ী চরিত্রে অভিনয় করছেন রুক্মিনী মৈত্র। এই তো কিছুদিন আগে ‘নটী বিনোদনী’ ছবিতে নামভূমিকায় অভিনয় করলেন তিনি। এবার অভিনয় করছেন ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির সত্যবতী চরিত্রে।

তবে দুটি চরিত্রেই সমালোচনার মুখে পড়েছেন রুক্মিনী। কেউ যেন তাকে এ ধরনের চরিত্রে মেনে নিতে পারছেন না।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, আমি সমালোচনা নিয়ে যতটা না ভাবি, তার থেকেও বেশি ভাবি কাজ কতটা ভাল ভাবে করা যায়! সত্যবতীর চরিত্রের ক্ষেত্রেও তাই। আর ব্যোমকেশের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া সত্যিই বড় ব্যাপার। সত্যবতীর চরিত্রে প্রথম দিন থেকে আমাকেই চেয়েছিল পরিচালক। আমাদের চিত্রনাট্যকার শুভেন্দুদাও (দাশমুন্সি) তাই বলেছেন। এটা আমার কাছে বিশাল পাওনা। একটা সত্যি কথা, আমার শরদিন্দু পড়া নেই। তবে চরিত্রটাকে বোঝার চেষ্টা করছি। দামিনী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করছি। মানুষের সমালোচনার কথা নিয়ে ভাবলে কাজই করতে পারব না।ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকে বিপুল সমালোচনার মুখে পড়তে হয়েছে দেবকেও।

অনেকেরই বক্তব্য, ‘আ্যামাজন অভিযান’-এর লুক আর ব্যোমকেশের লুকের মধ্যে তো কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না। যদিও এমন কোনো কথায় কান দেওয়ার সময় নেই নায়কের। একের পর এক ছবি নিয়ে তিনি তুমুল ব্যস্ত। ব্যোমকেশের পর পুজায় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। আপাতত সেই ছবি নিয়ে ব্যস্ত নায়ক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

সত্যবতী হওয়ার ট্রোল নিয়ে যা বললেন রুক্মিণী

প্রকাশের সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

একের পর এক কালজয়ী চরিত্রে অভিনয় করছেন রুক্মিনী মৈত্র। এই তো কিছুদিন আগে ‘নটী বিনোদনী’ ছবিতে নামভূমিকায় অভিনয় করলেন তিনি। এবার অভিনয় করছেন ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির সত্যবতী চরিত্রে।

তবে দুটি চরিত্রেই সমালোচনার মুখে পড়েছেন রুক্মিনী। কেউ যেন তাকে এ ধরনের চরিত্রে মেনে নিতে পারছেন না।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, আমি সমালোচনা নিয়ে যতটা না ভাবি, তার থেকেও বেশি ভাবি কাজ কতটা ভাল ভাবে করা যায়! সত্যবতীর চরিত্রের ক্ষেত্রেও তাই। আর ব্যোমকেশের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া সত্যিই বড় ব্যাপার। সত্যবতীর চরিত্রে প্রথম দিন থেকে আমাকেই চেয়েছিল পরিচালক। আমাদের চিত্রনাট্যকার শুভেন্দুদাও (দাশমুন্সি) তাই বলেছেন। এটা আমার কাছে বিশাল পাওনা। একটা সত্যি কথা, আমার শরদিন্দু পড়া নেই। তবে চরিত্রটাকে বোঝার চেষ্টা করছি। দামিনী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করছি। মানুষের সমালোচনার কথা নিয়ে ভাবলে কাজই করতে পারব না।ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকে বিপুল সমালোচনার মুখে পড়তে হয়েছে দেবকেও।

অনেকেরই বক্তব্য, ‘আ্যামাজন অভিযান’-এর লুক আর ব্যোমকেশের লুকের মধ্যে তো কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না। যদিও এমন কোনো কথায় কান দেওয়ার সময় নেই নায়কের। একের পর এক ছবি নিয়ে তিনি তুমুল ব্যস্ত। ব্যোমকেশের পর পুজায় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। আপাতত সেই ছবি নিয়ে ব্যস্ত নায়ক।