Dhaka বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারি

নিজস্ব প্রতিবেদক : 

সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের শেষে খাবার বিতরণ করা নিয়ে সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষ হয়। এরপর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে খাবার বিতরণ শুরু হয়। একপর্যায়ে খাবার নিয়ে ব্যাপক কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এ সময় খাবার নিতে সমবায় সমিতির অফিসে ঢুকলে বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক দিদারুল আলমকে লক্ষ্য করে কেউ একজন বোতল ছুড়ে মারে। এতে দিদারুল আলমের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিদারুল ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে আসা বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী খাবার পায়নি। এজন্যই খাবার নিয়ে কাড়াকাড়ি হয়।

এ বিষয়ে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মঈনুল ইসলাম বলেন, এটাতো বড় প্রোগ্রাম। শেষের দিকে একটু ঝামেলা তৈরি হয়েছে। মাথা ফাটার বিষয়টি আমরা পরে জানতে পেরেছি। প্রাথমিকভাবে তাকে সচিবালয় ক্লিনিকে নিয়ে গেলে জানায়- সেলাই লাগবে। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে সেলাই করা হয়েছে।

তিনি আরও বলেন, খোঁজখবর নিচ্ছি। আমরা আহত ব্যক্তিকে দেখতে যাবো। বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে : তারেক রহমান

সচিবালয়ে শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারি

প্রকাশের সময় : ০৮:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের শেষে খাবার বিতরণ করা নিয়ে সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষ হয়। এরপর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে খাবার বিতরণ শুরু হয়। একপর্যায়ে খাবার নিয়ে ব্যাপক কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এ সময় খাবার নিতে সমবায় সমিতির অফিসে ঢুকলে বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক দিদারুল আলমকে লক্ষ্য করে কেউ একজন বোতল ছুড়ে মারে। এতে দিদারুল আলমের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিদারুল ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে আসা বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী খাবার পায়নি। এজন্যই খাবার নিয়ে কাড়াকাড়ি হয়।

এ বিষয়ে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মঈনুল ইসলাম বলেন, এটাতো বড় প্রোগ্রাম। শেষের দিকে একটু ঝামেলা তৈরি হয়েছে। মাথা ফাটার বিষয়টি আমরা পরে জানতে পেরেছি। প্রাথমিকভাবে তাকে সচিবালয় ক্লিনিকে নিয়ে গেলে জানায়- সেলাই লাগবে। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে সেলাই করা হয়েছে।

তিনি আরও বলেন, খোঁজখবর নিচ্ছি। আমরা আহত ব্যক্তিকে দেখতে যাবো। বিস্তারিত পরে জানানো হবে।