Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসার ভাঙার ঘোষণা দিলেন এশা দেওল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, হেমা মালিনী ও ধর্মেন্দ্র–কন্যা এশা দেওলের সংসারে ভাঙন আসন্ন। অবশেষে মিলল খবরের সত্যতা। এক বিবৃতিতে ১১ বছরের সংসারজীবনের ইতি ঘটিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এশা দেওল ও ভরত তখতানি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

দিল্লি টাইমসে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই বাঁকবদলের সময় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সন্তান। আশা করব, আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হবে।

রাধ্য ও মারিয়া নামের এশা ও ভরতের দুই কন্যাসন্তান আছে। ২০১২ সালে ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। এশা ও ভারতের সংসার কেন ভাঙল, সে বিষয়ে জানা যায়নি। গত বছর বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন এশা।

২০০২ সালে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘কোই মেরে দিল সে পুছে’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় এশার। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান এশা।

এরপর এশাকে দেখা যায় ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘কাল’ ইত্যাদি সিনেমায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসার ভাঙার ঘোষণা দিলেন এশা দেওল

প্রকাশের সময় : ০৯:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, হেমা মালিনী ও ধর্মেন্দ্র–কন্যা এশা দেওলের সংসারে ভাঙন আসন্ন। অবশেষে মিলল খবরের সত্যতা। এক বিবৃতিতে ১১ বছরের সংসারজীবনের ইতি ঘটিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এশা দেওল ও ভরত তখতানি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

দিল্লি টাইমসে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই বাঁকবদলের সময় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সন্তান। আশা করব, আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হবে।

রাধ্য ও মারিয়া নামের এশা ও ভরতের দুই কন্যাসন্তান আছে। ২০১২ সালে ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। এশা ও ভারতের সংসার কেন ভাঙল, সে বিষয়ে জানা যায়নি। গত বছর বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন এশা।

২০০২ সালে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘কোই মেরে দিল সে পুছে’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় এশার। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান এশা।

এরপর এশাকে দেখা যায় ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘কাল’ ইত্যাদি সিনেমায়।