নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শেরে বাংলা নগর থানার সংসদ ভবনের সামনে শিকড় পরিবহনের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনায় রিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে সংসদ ভবনের খেজুর বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন লেগুনাযাত্রী মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ইসমাইল হোসেন (৫০), মো. আরমান আলী (৩০), মো. রেজা (২৮) ও রিকশাচালক মো. জামাল হোসেন (৪৫)।
আহত ইসমাইল হোসেন বলেন, মিরপুর থেকে ছেড়ে আসা শিকড় পরিবহনের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটে। এসময় লেগুনার ভিতরে থাকা আমরা চারজন আহত হই এবং পাশে থাকা এক রিকশায় লেগুনার ধাক্কা লাগায় রিক্সাচালকও আহত হন। আমরা পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। এর মধ্যে জাহাঙ্গীর আলম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত রিকশাচালক জামাল হোসেন জানান, তিনি আগারগাঁও থেকে যাত্রী নিয়ে রাজাবাজার যাচ্ছিলেন। পথে শিখর পরিবহনের একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন।
তেজগাঁও থানার এসআই সাইফুল ইসলাম জানান, শিখর ও বিকল্প পরিবহনের দুটি বাসের রেষারেষিতে শিখর পরিবহন লেগুনা ও রিকশায় ধাক্কা দেয়। এতে লেগুনার যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। তবে কারো মৃত্যুসংবাদ পাওয়া যায়নি। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংসদ ভবনের সামনে বাস ও লেগুনার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে পাঁচজন হাসপাতালে এসেছেন। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।