Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের : অ্যাটর্নি জেনারেল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সংবিধান পুনলিখন, সংশোধনের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ। এ সরকারের সংবিধান পুর্নলিখন ও সংশোধনের ক্ষমতা রয়েছে। ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী যাতে একচ্ছত্র ক্ষমতাধর হতে না পারেন, সেজন্য দরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনী।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান উপদেষ্টা কমিটি গঠনের যে উদ্যোগ নিয়েছেন সেটি ইতিবাচক। একইসাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজন। বিচার বিভাগ সংস্কার এমন হওয়া উচিত যাতে সার্বভৌমভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে বিচার বিভাগ।

তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরী। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের : অ্যাটর্নি জেনারেল

প্রকাশের সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

সংবিধান পুনলিখন, সংশোধনের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ। এ সরকারের সংবিধান পুর্নলিখন ও সংশোধনের ক্ষমতা রয়েছে। ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী যাতে একচ্ছত্র ক্ষমতাধর হতে না পারেন, সেজন্য দরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনী।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান উপদেষ্টা কমিটি গঠনের যে উদ্যোগ নিয়েছেন সেটি ইতিবাচক। একইসাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজন। বিচার বিভাগ সংস্কার এমন হওয়া উচিত যাতে সার্বভৌমভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে বিচার বিভাগ।

তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরী। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।