Dhaka বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই : দুদু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় পার্টি ও গণঅধিকারের মধ্যে সংঘর্ষ এবং নূরের ওপর হমলা চালানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়া ঠিক হবে না, তাহলে সামনে বিপদ আছে।

শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান যেন দেশে পরিচালনায় না আসতে পারে, সেজন্য নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। অন্তবর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। ভোট সুষ্ঠু না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।

তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এ সময় নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করে বিএনপি এই ভাইস চেয়ারম্যান বলেন, আর সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নাই।

দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছে এখন তাদের আরো বেশি করে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে দুদু বলেন, বিএনপি মনে করে অধ্যাপক ইউনূসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে। কারণ ডক্টর ইউনুস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন। গত তিনটি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ধ্বংস স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে বিএনপি এই সরকারকে সমর্থন জানিয়েছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, কেউ কেউ বিএনপি যাতে ক্ষমতায় না আসে, তারেক রহমান যাতে ক্ষমতায় না আসে, প্রধানমন্ত্রী হতে না পারে তার জন্যে নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নূরকে পিটিয়েছে, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান কে কুপিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করা। কিন্তু এসব করে কোন লাভ হবে না। জনগণ যদি আবার জেগে ওঠে তাহলে এসব আঘাতকারীদের কিন্তু রেহাই হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২০০ মিটার কাঁচা রাস্তায় পাঁচ প্রতিষ্ঠানে চলাচলে দুর্ভোগ

ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই : দুদু

প্রকাশের সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় পার্টি ও গণঅধিকারের মধ্যে সংঘর্ষ এবং নূরের ওপর হমলা চালানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়া ঠিক হবে না, তাহলে সামনে বিপদ আছে।

শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান যেন দেশে পরিচালনায় না আসতে পারে, সেজন্য নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। অন্তবর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। ভোট সুষ্ঠু না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।

তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এ সময় নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করে বিএনপি এই ভাইস চেয়ারম্যান বলেন, আর সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নাই।

দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছে এখন তাদের আরো বেশি করে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে দুদু বলেন, বিএনপি মনে করে অধ্যাপক ইউনূসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে। কারণ ডক্টর ইউনুস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন। গত তিনটি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ধ্বংস স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে বিএনপি এই সরকারকে সমর্থন জানিয়েছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, কেউ কেউ বিএনপি যাতে ক্ষমতায় না আসে, তারেক রহমান যাতে ক্ষমতায় না আসে, প্রধানমন্ত্রী হতে না পারে তার জন্যে নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নূরকে পিটিয়েছে, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান কে কুপিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করা। কিন্তু এসব করে কোন লাভ হবে না। জনগণ যদি আবার জেগে ওঠে তাহলে এসব আঘাতকারীদের কিন্তু রেহাই হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।