স্পোর্টস ডেস্ক :
টি-২০ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেছেন। তার সঙ্গে বিশ্বকাপে দায়িত্ব পালন করা মাহেলা জয়বর্ধানেও দায়িত্বে নেই। শ্রীলঙ্কার অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে তাই সনাথ জয়সুরিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শ্রীলংকার দায়িত্ব পালন করবেন জয়াসুরিয়া। জয়াবর্ধনের পাশাপাশি ৫৫ বছরের জয়াসুরিয়াও সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা দলের পরামর্শক ছিলেন। এর আগে দুই দফায় প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছেন সাবেক এই অলরাউন্ডার।
শ্রীলংকার সাম্প্রতিক পারফরম্যান্স বেশ বিবর্ণ। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাদ পড়ে প্রথম পর্ব থেকে। আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা হবে না ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। ব্যর্থ মিশন শেষে এখন ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে শ্রীলংকা। চলতি মাসেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন কুশল মেন্ডিসরা। এরপর ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলবে শ্রীলংকা।
মূলত বেশ দেখে-শুনে নতুন কোচ নিয়োগ করতে চায় শ্রীলংকা। এজন্যই আপাতত জয়াসুরিয়াকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
খেলোয়াড়ি জীবনে দারুণ সফল ছিলেন জয়াসুরিয়া। ১৯৯৬ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার ওয়ানডেতে ৪৪৫ ম্যাচ খেলে করেছেন ১৩ হাজার ৪৩০ রান। এই সংস্করণে তার উইকেট আছে ৩২৩টি। টেস্টে অত সফল না হলেও ৪০ গড়ে প্রায় ৭ হাজার রান করেছেন তিনি।