Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব পেলেন তাসকিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ২১২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

তাসকিন আহমেদের ক্রিকেট ক্যারিয়ারে পৌষ মাস চলছে। বাংলাদেশের জার্সিতে ফর্মের তুঙ্গে আছেন। ফ্র্যাঞ্চাইজি লিগেও তার চাহিদা বেশ। জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের সঙ্গে বর্তমানে খেলছেন তিনি। জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার শুরু করেছেন এই পেস তারকা। শুরুটাও হয়েছে দারুণ।

১০ ওভারের ওই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তাসকিন।

উড়তে থাকা তাসকিন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব। শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি সোমবার (২৪ জুলাই) তাসকিন নিজেই নিশ্চিত করেছেন।

ডাক পেলেও তাসকিন শ্রীলঙ্কাতে খেলতে যাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের আসরে। সেসময় জাতীয় দলের খেলা না থাকলেও এশিয়া কাপ আর বিশ্বকাপ উপলক্ষ্যে টাইগারদের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সেই ইয়াম্প থেকে তাসকিনকে ছাড়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখন বিসিবির হাতে।

চলতি বছরে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় তা হয়নি। গত বছর পিএসএল ও আইপিএল খেলারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু একই কারণে মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এছাড়া আইপিএলে লখনউ সুপার জায়ান্টস তাকে প্রস্তাব দিলেও বিসিবি খেলার অনুমতি দেয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব পেলেন তাসকিন

প্রকাশের সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

তাসকিন আহমেদের ক্রিকেট ক্যারিয়ারে পৌষ মাস চলছে। বাংলাদেশের জার্সিতে ফর্মের তুঙ্গে আছেন। ফ্র্যাঞ্চাইজি লিগেও তার চাহিদা বেশ। জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের সঙ্গে বর্তমানে খেলছেন তিনি। জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার শুরু করেছেন এই পেস তারকা। শুরুটাও হয়েছে দারুণ।

১০ ওভারের ওই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তাসকিন।

উড়তে থাকা তাসকিন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব। শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি সোমবার (২৪ জুলাই) তাসকিন নিজেই নিশ্চিত করেছেন।

ডাক পেলেও তাসকিন শ্রীলঙ্কাতে খেলতে যাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের আসরে। সেসময় জাতীয় দলের খেলা না থাকলেও এশিয়া কাপ আর বিশ্বকাপ উপলক্ষ্যে টাইগারদের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সেই ইয়াম্প থেকে তাসকিনকে ছাড়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখন বিসিবির হাতে।

চলতি বছরে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় তা হয়নি। গত বছর পিএসএল ও আইপিএল খেলারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু একই কারণে মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এছাড়া আইপিএলে লখনউ সুপার জায়ান্টস তাকে প্রস্তাব দিলেও বিসিবি খেলার অনুমতি দেয়নি।